দুর্গাপুরে বাড়িতে চড়াও হয়ে আইনজীবীকে মারধরের অভিযোগ, দুষ্কৃতিদের গ্রেফতারের দাবি, কর্মবিরতি করে আন্দোলন
বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ বাড়িতে চড়াও হয়ে এক আইনজীবীকে মারধরের ঘটনার প্রতিবাদে আইনজীবীরা কাজ বন্ধ রেখে বা কর্মবিরতি পালন করে রাস্তায় নেমে বিক্ষোভে দুর্গাপুর মহকুমা আদালতের আইনজীবীরা। শুক্রবার দুপুর সাড়ে বারোটা থেকে শুরু হয় এই আন্দোলন। এই আন্দোলনের নেতৃত্বে ছিলেন দুর্গাপুর বার এ্যাসোসিয়েশনের সভাপতি দেবব্রত সাঁই।
তিনি বলেন, গত ১১ অক্টোবর দুর্গাপুরের সগরভাঙ্গা বাসিন্দা বার এ্যাসোসিয়েশনের সদস্য ক্যান্সারে আক্রান্ত অসুস্থ আইনজীবী আব্দুল রবের চেম্বারে ঢুকে মারধর করে একদল দুষ্কৃতি।



এই ঘটনায় হামলাকারীদের নামে কোকওভেন থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ কোন ব্যবস্থা নেয়নি। অভিযুক্তরা বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে, এমনই অভিযোগ তোলেন আইনজীবীরা। তাই দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে এদিন কর্ম বিরতির ডাক দিয়ে বিক্ষোভ দেখানো হচ্ছে। যতক্ষণ না পর্যন্ত অভিযুক্তরা গ্রেফতার হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে বলে জানিয়েছেন দুর্গাপুর মহকুমা আদালতের আইনজীবীরা।
তবে, আইনজীবীদের অভিযোগ নিয়ে কোকওভেন থানার পুলিশের কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি।