আসানসোলে ডিস্ট্রিক্ট কাউন্সিল ফর স্কুল গেমস এ্যান্ড স্পোর্টস পশ্চিম বর্ধমানের সম্বর্ধনা অনুষ্ঠান
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দ্যোপাধ্যায়ঃ* আসানসোলের রবীন্দ্র ভবনে শনিবার ডিস্ট্রিক্ট কাউন্সিল ফর স্কুল গেমস্ এ্যান্ড স্পোর্টস পশ্চিম বর্ধমানের সম্বর্ধনা অনুষ্ঠান হয়। প্রদীপ জ্বালিয়ে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন পশ্চিম বর্ধমানের অতিরিক্ত জেলাশাসক সঞ্জয় পাল ও আসানসোল পুরনিগমের মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায়। অন্যদের মধ্যে ছিলেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি।



অনুষ্ঠানে গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায় বলেন , মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ক্রীড়াবিদদের প্রচুর উৎসাহ এবং সুযোগ-সুবিধা প্রদান করা হচ্ছে। একটা সময় ছিল যখন ক্রীড়াবিদদের এই সুযোগ-সুবিধার অভাব ছিলো। যা তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বাধা তৈরি করত। তবে, এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, ক্রীড়াবিদদের সকল ধরণের সুযোগ-সুবিধা প্রদান করা হচ্ছে।
আগে ক্রীড়াবিদরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে গিয়ে অসুবিধার সম্মুখীন হতেন। কিন্তু এখন তাদের জন্য এসি কোচে ট্রেন রিজার্ভেশন করা হয়। কখনও কখনও, ক্রীড়াবিদদের এমনকি বিমানেও পাঠানো হয়। এছাড়াও, আরও অনেক সুযোগ-সুবিধা প্রদান করা হয়। একমাত্র লক্ষ্য বাংলার ক্রীড়াবিদদের প্রতিভা বিকাশ করা। অতিরিক্ত জেলাশাসক এই অনুষ্ঠানে বলেন যে, এখন প্রতিযোগিতার সাফল্যের কারণ হল সমস্ত প্রশাসনিক বিভাগ এখানে ক্রীড়া প্রতিভাদের জন্য একটি উপযুক্ত প্ল্যাটফর্ম প্রদানের জন্য একসাথে কাজ করেছে।