বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে জেলা সভাপতি সবাইকে মুখ্যমন্ত্রীর দিব্যি দিলেন, কটাক্ষ জিতেন্দ্র তিওয়ারির
বেঙ্গল মিরর, কাজল মিত্র : রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর নির্দেশে রাজ্যের সমস্ত জেলা জুড়ে করা হচ্ছে বিজয়া সম্মেলনী। সে মতে পশ্চিম বর্ধমান জেলার সমস্ত ব্লক এবং ওয়ার্ডে ওয়ার্ডে চলছে এই কর্মসূচি। গতকাল বিকালে কুলটির নিয়ামতপুর ইস্কো বাইপাস মাঠে হয়েছিল বিজয়া সম্মেলনী অনুষ্ঠান। এতে মুখ্য রূপে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি তথা পান্ডেবেশরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, জেলা চিয়ারম্যান হরেরাম সিং রাজ্য কমিটির নেতা উজ্জ্বল চ্যাটার্জি সহ অনেকে বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে এসে দলকে আরও শক্তিশালী করার বার্তা দেন জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী তার সাথে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী দিব্যি দিয়ে সবাইকে জী জান দিয়ে লড়াই করার বার্তা দিয়েছিলেন। মুখ্যমন্ত্রী দিব্বি দেওয়ার পরই শুরু হয় রাজনৈতিক চর্চা ।



তিনি আরও বলেন যে, তিনি পাণ্ডবেশ্বর থেকে এখানে অবৈধভাবে টাকা তুলতে বা কথা বলতে আসেন না, বরং তিনি এসেছেন সংগঠনকে আরও মজবুত করতে। তাঁর হুঁশিয়ারি, যে বা যারা দলের জন্য কাজ করবে না, এমন কোনো নেতা বা কর্মীকে বরদাস্ত করা হবে না।
অন্যদিকে, তৃণমূল জেলা সভাপতির এই বক্তব্যের কড়া সমালোচনা করেছেন পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক তথা বিজেপির বরিষ্ঠ নেতা জিতেন্দ্র তিওয়ারি। নরেন্দ্রনাথ চক্রবর্তীর মন্তব্যকে কটাক্ষ করে তিনি বলেন, “আজ তৃণমূলের এমন অবস্থা হয়েছে যে দলের কর্মীদের সক্রিয় করার জন্য এই জেলার পার্টি সভাপতিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে দিব্যি দিতে হচ্ছে।”নরেন্দ্রনাথ চক্রবর্তী যখন বলেন যে তিনি কুলটিতে “উসুলি (অবৈধ টাকা তোলা)” করতে আসেন না, তার জবাবে জিতেন্দ্র তিওয়ারি তীব্র আক্রমণ করে বলেন, “পাণ্ডবেশ্বর থেকেই তাঁর এত পরিমাণ তোলা’ হয়ে যায় যে তাঁকে আর কুলটিতে আসার প্রয়োজন পড়ে না।”