আসানসোলে আপকার গার্ডেন কালিপুজোর উদ্বোধনে মন্ত্রী মলয় ঘটক
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল আপকার গার্ডেন কালিপূজো প্যান্ডেলের রবিবার সন্ধ্যায় ফিতে কেটে উদ্বোধন করলেন রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক। উদ্বোধনী অনুষ্ঠানে পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলম, আসানসোলের মহকুমাশাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য, আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, পুর চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায় সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



আপকার গার্ডেন কালিপুজো কমিটির কার্যকরী সভাপতি শ্যামল সিনহা বলেন, এ বছর আপকার গার্ডেন কালি পূজোর ৮৫ তম বছর। সকল বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে ফিতে কেটে প্যান্ডেলের উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। এবারের পূজো প্যান্ডেলের থিম করা হয়েছে ভারতের সেই মহাপুরুষদের কাজ নিয়ে যারা দেশে জন্য তাদের জীবন উৎসর্গ করেছেন। সাধারণ মানুষের মধ্যে যে সব কুসংস্কার ছিলো, সেইসব কিছু সমাজ থেকে নির্মুল করেছেন। তাদের মধ্যে অন্যতম হলে পন্ডিত ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায় ও রানি রাসমনি। তিনি আরো বলেন, কালিপুজোর পরের তিনদিন সঙ্গীতানুষ্ঠান হবে।