আসানসোল আর্য সংঘের ৩৩ বছরের কালিপুজো, উদ্বোধনে মন্ত্রী মলয় ঘটক
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ* আসানসোলের হটন রোডের আর্য সরণীর আর্য সংঘ কালিপুজো কমিটির এই বছরের কালিপুজো ৩৩ বছরে পড়লো। রবিবার সন্ধ্যায় এক অনুষ্ঠানে প্রথমে ফিতে কেটে এই পুজোর উদ্বোধন করেন রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক। পরে তিনি কালি প্রতিমার সামনে প্রদীপ প্রজ্বলন করেন। এখানে দুস্থ মহিলাদের মধ্যে সাড়ি বিতরণ করা হয়।



অন্যদের মধ্যে ছিলেন আসানসোল পৌর নিগম এর চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, পশ্চিমবঙ্গ রাইফেল অ্যাসোসিয়েশনের সভাপতি ভিকে ঢল, জগদীশ শর্মা, অরুণ শর্মা ও রাকেশ শর্মা, গৌরাঙ্গ মুখার্জি , সুনীল চ্যাটার্জী, নারায়ণ শীল পীযূষ চ্যাটার্জি, সুমন পাল, দেবপ্রিয় গড়াই, অর্ণব কবিরাজ দেবদ্বীপ দে চৌধুরী ।
রাকেশ শর্মা বলেন, এবারের পুজোয় আকর্ষণীয় প্যান্ডেল, প্রতিমার পাশাপাশি মানানসই আলোকসজ্জা করা হয়েছে।