কালিপুজোয় বোলপুরের আদিবাসী গ্রামে সোদপুরের বন্দোপাধ্যায় দম্পতি, হলো খাওয়াদাওয়া, সঙ্গে উপহার ও নেলপলিশ পরার প্রতিযোগিতা
বেঙ্গল মিরর, বোলপুর ( বীরভূম), রাজা বন্দোপাধ্যায়ঃ* কালিপুজোর দিন সোমবার একেবারে অন্য ভাবে কাটালেন উত্তর ২৪ সোদপুরের বাসিন্দা দম্পতি তন্ময় বন্দোপাধ্যায় ও রুপরেখা বন্দোপাধ্যায়। কালিপুজোর সকালে বন্দোপাধ্যায় দম্পতি পৌঁছে যান লাল মাটির দেশ বীরভূম জেলার বোলপুরের আদিবাসী অধ্যুসিত গ্রাম পিয়ারসন পল্লীতে। ঐ গ্রামের মেয়েদের সঙ্গে বলতে গেলে গোটা দিন সকাল থেকে রাত পর্যন্ত তারা সময় কাটালেন। ছিলোনা কোন বয়সের সীমা। তাদের মধ্যে কেউ মাধ্যমিক পাশ করেছে। কেউ পাশ করেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আবার কেউ আবার পড়াশোনা করছে অন্য ক্লাসে। হলো খাওয়াদাওয়া।



সামনে আসছে শীতকাল। তাই বন্দোপাধ্যায় তাদেরকে পরিবারের জন্য দিলেন কম্বল। এর পরে সন্ধ্যায় হলো নেলপলিশ পরার প্রতিযোগিতা যাতে সবাই মিলে উৎসাহের সঙ্গে অংশ নেয়। এরমধ্যেও ছিলো খাওয়াদাওয়ার বন্দোবস্তও। মঙ্গলবার সকালে বন্দোপাধ্যায় দম্পতি ফিরে যান সোদপুরে। কালিপুজোর দিন বলতে গেলে সবাই ব্যস্ত থাকেন পুজোর জন্য। অনেকেই সকাল থেকে উপোস থাকার পরে সন্ধ্যায় অঞ্জলি দেন। তাহলে বন্দোপাধ্যায় দম্পতির এই ভাবনা কেন? এই প্রসঙ্গে, রুপরেখা বন্দোপাধ্যায় বলেন, গত ৫ বছর ধরে বোলপুরের এই গ্রামে গিয়ে আদিবাসী সম্প্রদায়ের মানুষদের পাশে রয়েছি।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশ করার পরে গ্রামের পড়ুয়ারা যাতে উৎসাহিত হয়, তারজন্য উপহার দিয়ে থাকি। এই বছরেও এটা করেছি। সারা বছর ধরে এই গ্রামের মানুষদের পাশে থাকার চেষ্টা করি। তিনি আরো বলেন, এই কাজের আলাদা একটা স্বাদ আছে। এদিকে, কালিপুজোর দিন বন্দোপাধ্যায় দম্পতির সঙ্গে কাটাতে পেরে ঐ আদিবাসী গ্রামের সবাই খুশি।