আদিবাসী মহিলাকে ধর্ষণের অভিযোগ, পাকড়াও যুবক, অভিযুক্তকে গণধোলাই
বেঙ্গল মিরর, কুলটি, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল পুরনিগমের ১০৩ নম্বর ওয়ার্ডে কুলটি থানার রক্তা গ্রামে বুধবার রাতে এক আদিবাসী মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠলো। বৃহস্পতিবার সকালে এই ঘটনা জানাজানি হওয়ার পরে গ্রামে চাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। গ্রামেরই বাসিন্দা দিনু গোপ নামে অভিযুক্ত যুবককে এলাকার বাসিন্দারা ধরে গণধোলাই দেন। এরপর খবর পেয়ে কুলটি থানার শাঁকতোড়িয়া ফাঁড়ির পুলিশ গ্রামে আসে। গ্রামের লোকেরা তাকে পুলিশের হাতে তুলে দেন। জানা গেছে, কুলটি থানার রক্তা গ্রামের বাসিন্দা আদিবাসী মহিলা বুধবার রাতে বাড়িতে একা ছিলেন। সেই সময় ঐ গ্রামেরই বাসিন্দা দিনু গোপ তার বাড়িতে ঢুকে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। বৃহস্পতিবার সকালে বিষয়টি জানাজানি হলে, লোকজনেরা দিনু গোপকে ধরে ফেলেন। প্রথমে তাকে গণধোলাই দেওয়া হয়। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।



মহিলাটি জানিয়েছেন, দিনু গোপ নামে এক যুবক বৃহস্পতিবার রাতে তাকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করেছে। ১০৩ নম্বর ওয়ার্ডের সভাপতি বিধান চন্দ্র মাঝি এদিন বলেন, এদিন সকালে আমি জানতে পারি কয়েকজন লোককে একজন যুবককে মারধর করছে। তাই আমি পুলিশকে ফোন করি। পরে জানতে পারি, যাকে মারা হচ্ছে তার বিরুদ্ধে একজন আদিবাসী মহিলাকে ধর্ষণের অভিযোগ রয়েছে। খবর পেয়ে শাঁকতোড়িয়া ফাঁড়ির পুলিশ গ্রামে আসে। পুলিশ তাকে গ্রাম থেকে আটক করে নিয়ে যায়। পরে পুলিশ জানায়, অভিযোগ দায়ের করা হয়েছে। ঐ যুবককে গ্রেফতার করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত করা হচ্ছে।