বিশ্ব পোলিও দিবস উপলক্ষে রোটারি ক্লাব অফ আসানসোল গ্রেটারের সচেতনতা র্যালি
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* বিশ্ব পোলিও দিবস উপলক্ষে শুক্রবার সকালে আসানসোলের রবীন্দ্র ভবন থেকে আসানসোল ক্লাব পর্যন্ত রোটারি ক্লাব অফ আসানসোল গ্রেটারের তরফে একটি সচেতনতা র্যালির আয়োজন করা হয়। রোটারি ক্লাব অফ আসানসোল গ্রেটারের সভাপতি শচীন রায়ের নেতৃত্বে হওয়া র্যালিতে রোটারি ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। র্যালিটি আসানসোল ক্লাবে যাওয়ার পরে বক্তব্য রাখতে গিয়ে শচীন রায় বলেন, আজ বিশ্ব পোলিও দিবস। রোটারি ক্লাব অফ আসানসোল গ্রেটার এই উপলক্ষে এই সচেতনতা র্যালির আয়োজন করেছে।













তিনি আরো বলেন, ভারত সম্পূর্ণরূপে পোলিওমুক্ত। কিন্তু পাকিস্তান এবং আফগানিস্তানের মতো দেশগুলি এখনও পোলিওতে আক্রান্ত মানুষেরা রয়েছেন। রোটারি ইন্টারন্যাশনাল সেখানেও পোলিও নির্মূলের জন্য কাজ করছে। পোলিও একটি অত্যন্ত সংক্রামক রোগ। রোটারি ক্লাবের অভিযান সম্পূর্ণরূপে পোলিও নির্মূল না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে। তিনি সকল অভিভাবকদের তাদের ৫ বছর বয়সী শিশুদের পোলিও বিরোধী ড্রপ খাওয়ানোর আহ্বান জানান। এতে শিশু সুস্থ থাকবে এবং এতে কোনও বিপদ থাকবে না।





