আসানসোল চিটফান্ড কেলেঙ্কারিতে তাহসিন গ্রেপ্তার
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দ্যোপাধ্যায় : ব্রেকিং: আসানসোল চিটফান্ড কেলেঙ্কারিতে তাহসিন গ্রেপ্তার। আসানসোল রেলপার এলাকায় গত চার বছর ধরে চলমান একটি বড় চিটফান্ড কেলেঙ্কারি এখন পুরোপুরি উন্মোচিত হয়েছে। মূল অভিযুক্ত তাহসিন আহমেদের বিরুদ্ধে ৩,০০০ জনেরও বেশি লোকের সাথে মোট ৩৫০ কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে। তৃণমূল কংগ্রেস (টিএমসি) সংখ্যালঘু শাখার প্রাক্তন সহ-সভাপতি শাকিল আহমেদের ছেলে তাহসিন “মাশাআল্লাহ” নামে আকর্ষণীয় প্রকল্পের মাধ্যমে মানুষকে প্রলুব্ধ করেছিলেন, কিন্তু এখন হাজার হাজার ভুক্তভোগী রাস্তায় ন্যায়বিচার দাবি করছেন।













পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়েছে এবং তাকে গ্রেপ্তার করেছ।ডিসিপি ধ্রুব দাস জানিয়েছেন যে তাহসিনকে আসানসোল জাতীয় সড়ক এনএইচ ১৯ এর পাশে চন্দ্রচূড় মন্দিরের কাছে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আগামীকাল আদালতে হাজির করা হবে এবং সবথেকে বেশি যতদিন সম্ভব রিমান্ডের আবেদন করা হবে।


