মূর্তির কাঠামো নিয়ে যাওয়া নিয়ে উত্তেজনা
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ : তৃণমূল নেত্রী তথা জেলা পরিষদের সদস্য পুতুল ব্যানার্জির ছেলে তথা কেন্দা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সন্দীপ ব্যানার্জি ওরফে বিজু ব্যানার্জির ভাইপো প্রসেনজিৎ ব্যানার্জির সাথে জামুড়িয়ার কেন্দা ফাঁড়ি এলাকার মূর্তির কাঠামোকে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে খাটাল পাড়ার বাসিন্দাদের বচসাকে ঘিরে উত্তেজনাময় পরিস্থিতি সৃষ্টি হল জামুড়িয়ার কেন্দা ফাড়ি এলাকায়।













জানা গেছে কালীপুজোর পর কালীপুজোর কাঠামোকে বিসর্জন করে দেওয়া কাঠামো নিয়ে চলে যাওয়ায় বাঁধে এই বিপত্তি। প্রথম পর্যায়ে প্রসেনজিৎ এই কাঠামো কেন পুকুর থেকে নিয়ে যাওয়া হয়েছে সে বিষয়ে দাবি করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়ে বচসায় জড়িয়ে পড়ায় খাটাল পড়ার বাসিন্দাদের কাছে আর্থিক ক্ষতিপূরণের সময়কালে এক মহিলার সঙ্গে মারধরের অভিযোগ কে ঘিরে বাঁধে এই উত্তেজনা। তৃণমূলের দলীয় কার্যালয়ে প্রসেনজিৎ আশ্রয় নীলে তাকে ঘিরে বিক্ষুব্ধ এলাকাবাসী ও ক্ষোভ ব্যক্ত করে। পরে পুলিশ প্রশাসন ওই বিষয়কে লক্ষ্য করে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।
এই ঘটনায় ব্যাপক উত্তেজনাময় পরিস্থিতি সৃষ্টি হয়। পরে পরিস্থিতি বেগে আনতে পুলিশের বিশাল বাহিনী কমবেট ফোর্স ও রেপিডাকশন ফোর্স পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। পরে প্রসেনজিৎকে পুলিশ আটক করলে, তারা ওই ব্যক্তির শাস্তির দাবি তুলে বিক্ষোভ দেখায়। এই ঘটনাকে ঘিরে জাতীয় সড়ক আটকে ধরে পুলিশ ফাঁড়ির সামনে বিক্ষোভ দেখায়। এই মুহূর্তে ঘটনাস্থলে ব্যাপক উত্তেজনাময় পরিস্থিতি জারি রয়েছে। সামগ্রিক পরিস্থিতি সামাল দিতে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা হাজির হয়েছেন ঘটনাস্থলে। যদিও এ বিষয়ে প্রশাসনের কোন প্রতিক্রিয়া উঠে আসেনি।

