ছট ঘাটে ডুবে মৃত্যু হল এক ব্যক্তির
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, জামুড়িয়া : ছট পুজো করতে গিয়ে ছট ঘাটে ডুবে মৃত্যু হল বছর ৫৬র পাণ্ডে দাস নামের এক ব্যক্তির। ঘটনাটি ঘটে জামুরিয়া থানা এলাকার ৭ নম্বর ওয়ার্ডের দামোদরপুর অঞ্চলে। ওই ব্যক্তি সংলগ্ন পাঁচ নাম্বার ওয়ার্ডের হোসেন নগরের বাসিন্দা ছিলেন।













ঘটনা প্রসঙ্গে জানা যায় মঙ্গলবার সকালে অন্যদের সঙ্গে বাড়ির সদস্যদের নিয়ে ছট পুজো করতে যান ওই ব্যক্তি, সকাল প্রায় পাঁচটা নাগাদ ওই ব্যক্তি পুকুরে স্নান করতে গেলে দামোদরপুরের সেই নিমগড়িয়া পুকুরের ছটঘাটে তলিয়ে যান। স্থানীয় এলাকার বাসিন্দা ও ছট ঘাটের সদস্যরা এ বিষয়ে তৎপর হয়নি বলে অভিযোগ তার পরিবারের সদস্যদের। অভিযোগ এও যে স্থানীয়রা বিষয়টি লক্ষ্য করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করলে কোনক্রমে বাঁচানো যেত তাকে।
উল্লেখ্য বিষয় এও যে বিগত কয়েক বছরের ন্যায় এ বছরও যেকোনো রূপ অপ্রীতিকর ঘটনা এড়ানোর লক্ষ্যে বিভিন্ন ছটঘাট গুলিতে বিপর্যয় মোকাবেলার দল মোতায়েন থাকে এক্ষেত্রেও সেই বিপর্যয় মোকাবেলার জন্য ডিজাস্টাস ম্যানেজমেন্ট গ্রুপের কয়েকজন সদস্য সেখানে ছিল বলেও জানা গেছে তবে কোন অজ্ঞাত কারণে এ বিষয়টি তারা জানতে না পারায় দ্রুত উদ্ধার করা সম্ভব হয়নি বলেই জানা যায়। এদিন ওই ব্যক্তি জলে তলিয়ে যাওয়া সম্পর্কে জানতে পারার পরই দ্রুত স্থানীয় এলাকার বাসিন্দারা ওই ব্যক্তি কে উদ্ধার করে তবে ততক্ষণে সব শেষ হয়ে গেছে বলেই দাবি পরিবারের। এদিনের এই ঘটনার পর ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায় ঘটনাস্থলে পুলিশ পৌঁছে দেহটিকে উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানোর উদ্যোগ নিয়েছেন। স্থানীয়দের তথা পরিবারের সদস্যদের অভিযোগ ছট পুজোর আগে ছট ঘাট গুলিকে বাইরের থেকে সাফ সাফাই করা হলেও পুকুরের গভীরতা কম করতে ও ছট ব্রতীদের ছটঘাটে স্নানের সময় নিরাপদে পুজোর্চনা করার জন্য যে ব্যবস্থা গ্রহণের প্রয়োজন সেই ব্যবস্থা না করার কারণে এ ধরনের দুর্ঘটনা ঘটেছে।


