সাত তলা থেকে পড়ে মৃত্যু ঠিকা কর্মীর, ক্ষতি পূরণের দাবিতে বিক্ষোভ, উত্তেজনা
আবারও দুর্গাপুরে কাঠগড়ায় বেসরকারি মেডিকেল কলেজ
বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* জানালার কাঁচ লাগাতে গিয়ে সাত তলা থেকে পড়ে মৃত্যু হলো এক ঠিকা কর্মীর। এই ঘটনার পরে নিরাপত্তার গাফিলতির অভিযোগ তুলে এবং ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ দেখান মৃত কর্মীর পরিবারের সদস্যরা। বুধবার বিকেলে এই ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের কাঁকসার রাজবাঁধের বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে। বিক্ষোভের জেরে হাসপাতাল চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। মৃত ঠিকা কর্মীর নাম প্রতাপ রায় (৩৮)। তিনি দুর্গাপুরের কোক ওভেন থানার শ্যামপুর কলোনি এলাকার বাসিন্দা।













মৃতর পরিবার সূত্রে জানা গেছে, ঠিকা কর্মী হিসেবে কাজ করতো প্রতাপ রায়। বুধবার সে রাজবাঁধে একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের সাত তলায় জানালার কাঁচ লাগানোর কাজ করছিল। বিকেল চারটে থেকে সাড়ে চারটের মধ্যে আচমকাই উপর থেকে নিচে পড়ে যায় সে। তারপরেই তার মৃত্যু হয়। খবর পেয়ে মৃত যুবকের পরিবারের সদস্য ও এলাকার বাসিন্দারা হাসপাতালে আসেন। তারা হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতি ও মৃত যুবকের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ ও একজনকে চাকরি দেওয়ার দাবিতে বিক্ষোভ দেখানো শুরু করেন। খবর পেয়ে কাঁকসা থানার পুলিশ হাসপাতালে আসে।
বিক্ষোভকারীদের তরফে মৃণাল কান্তি সমাদ্দার বলেন, প্রতাপ ওর পরিবারের হেড ও একমাত্র রোজগেরে ছিলো। তাই আমরা আর্থিক ক্ষতি পূরণের পাশাপাশি ওর পরিবারের একজনের কাজের দাবি করছি। পাশাপাশি আমাদের প্রশ্ন, কি করে হাসপাতাল কর্তৃপক্ষ সেফটি বেল্ট ছাড়াই এতো উঁচুতে একজনকে কাজ করাচ্ছিলো।হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, পরিবারের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধান করার চেষ্টা করা হচ্ছে।
এদিকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির কোর কমিটির সদস্য রাজেশ কোনার বলেন, ঘটনার খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাচ্ছি। কোর কমিটি শ্রমিকদের পাশে থাকে। ওর পরিবার যাতে সঠিক ক্ষতিপূরণ এবং পরিবারের একজন চাকরি পায় সেই ব্যবস্থা অবশ্য করবো। অন্যদিকে, পুলিশ জানায়, একটা ঘটনা ঘটেছে। পরিবারের তরফে অভিযোগ করা হয়েছে। তদন্ত করে দেখা হচ্ছে।


