জলাশয় থেকে নিখোঁজ যুবকের পচাগলা দেহ উদ্ধার, খুনের অভিযোগ পরিবারের
বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* তিনদিন নিখোঁজ থাকার পরে উদ্ধার হলো এক যুবকের পচাগলা মৃতদেহ। দুর্গাপুরের কোকওভেন থানার ডিপিএল প্রশাসনিক ভবনের পাশের মাঠে জঙ্গলের মধ্যে জলাশয়ে শনিবার সকাল আটটা নাগাদ এই মৃতদেহ স্থানীয় বাসিন্দারা প্রথম দেখতে পান। খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। মৃত যুবকের নাম করণ চৌহান। বছর ২২ এর করণ চৌহান ছটপুজোর দিন থেকে নিখোঁজ ছিল। করণের বাড়ি দুর্গাপুরের লেবারহাট নুনিয়া পাড়ায়। করণের মৃতদেহ উদ্ধার হওয়ার পরেই তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ করেন পরিবারের সদস্যরা। তারা থানায় করণের মৃত্যুর সঠিক কারণ বার করার জন্য লিখিত অভিযোগ দায়ের করেছেন।













পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মৃতদেহর ময়নাতদন্তর পরেই যুবকের মৃত্যুর কারণ জানা যাবে বলে পুলিশ জানিয়েছে।জানা গেছে, ছটপুজোর দিন করণ চৌহান বাড়ি থেকে বেরিয়েছিলো। তারপর থেকে তার কোন খোঁজ পাওয়া যাচ্ছিলো। পরের দিন পরিবারের তরফে থানায় মিসিং ডায়েরি করা হয়। শুক্রবার সকালে দুর্গাপুরের কোকওভেন থানার ডিপিএলের প্রশাসনিক ভবনের পাশের মাঠে জঙ্গলে জলাশয়ের মধ্যে এক যুবক পচাগলা দেহ দেখতে পান এলাকার বাসিন্দারা।

পরে বাড়ির লোকেরা এসে সেই মৃতদেহ তিনদিন ধরে নিখোঁজ থাকা করণের বলে সনাক্ত করেন।পুলিশ প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানতে পারে যে, এই যুবক নেশা করতো। তিনদিন আগে কোন কারণে ঐ যুবক ঐ জঙ্গলের দিকে গেছিলো। কিন্তু কোন কারণে সে জলাশয়ে পড়ে ডুবে যায়। এরফলে তার মৃত্যু হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে পুলিশের এক আধিকারিক জানিয়েছেন।

