দুর্গাপুরের ইংরেজি মাধ্যম স্কুলের একাউন্টেন্ট গ্রেফতার, ৬ লক্ষ টাকা সহ অন্যান্য জিনিস চুরির অভিযোগ
বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* ৬ লক্ষ টাকা সহ বিভিন্ন জিনিস চুরির অভিযোগ। শনিবার রাতে গ্রেফতার হলেন দুর্গাপুরের বিধান নগরের বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের একাউন্টেন্ট। ধৃত একাউন্টেন্টের নাম মনীশ নারায়ণ। তিনি ঝাড়খণ্ডের বাসিন্দা। জানা গেছে, একাউন্টেন্ট বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের পাশে ভাড়া বাড়িতে থাকতেন। গোটা বিষয় নিয়ে স্কুল কর্তৃপক্ষ নিউ টাউনশিপ থানার বিধান নগর ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করে।














সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে মনীষ নারায়নকে শনিবার রাতে গ্রেফতার করে পুলিশ। রবিবার সকালে সাত দিনের পুলিশে হেফাজত চেয়ে ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতর বিরুদ্ধে স্কুল কর্তৃপক্ষ ৬ লক্ষ টাকা চুরি, ওয়াশিং মেশিন এবং কুলার চুরি করার অভিযোগ করেছিলেন। ধৃতকে হেফাজতে নিয়ে টাকার পাশাপাশি চুরি যাওয়া জিনিস উদ্ধার করার চেষ্টা চালানো হবে বলে পুলিশের এক আধিকারিক এদিন জানিয়েছেন।


