এসআইআর নিয়ে জোর তৎপরতা শাসক দলের অন্দরে, ইনুমেরেশন ফর্ম পূরণে নজর দিতে বিএলওদের বার্তা নেতৃত্বর
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ প্রত্যেক ভোটারের প্রয়োজনীয় নথি বা কাগজ থাকুক বা না থাকুক ইনুমেরেশন ফর্ম যেন ফিলআপ বা পূরণ করা হয়। তা দেখতে হবে দলের বিএলএ বা বুথ লেভেল এজেন্টদের। সঠিক ভাবে সেই ফর্ম পূরণ করা হচ্ছে কি না তাও দেখতে হবে। রবিবার আসানসোলের রবীন্দ্র ভবনে আসানসোল উত্তর বিধান সভার তৃণমূল কংগ্রেসের বুথ লেভেল এজেন্টদের বৈঠকে এমনই মন্তব্য করলেন আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র তথা জেলা তৃণমূল নেতা অভিজিৎ ঘটক।














এসআইআর নিয়ে হওয়া এদিনের আসানসোলের রবীন্দ্রভবনে তৃণমূলের সভায় উপস্থিত ছিলেন আসানসোল উত্তর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক, আসানসোল পুরনিগমের মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায়, ব্লক নেতৃত্ব ও কাউন্সিলাররা। ছিলেন তৃণমূলের বুথ লেভেল এজেন্টরা।
এদিনের বৈঠকে ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক বলেন, ইনুমেরেশন ফর্মটা জমা করতেই হবে।এমন কোনো ভোটারকে আপনারা বাদ দেবেন না, যার এই ফর্ম টা জমা করেননি। প্রত্যেকের কাগজ থাকুক না থাকুক এই ফর্ম যেন জমা হয় এটা নিশ্চিত করতে হবে।
আসানসোল উত্তর ব্লক ১র সভাপতি তথা মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায় বলেন, পশ্চিমবঙ্গে এসআইআর কার্যকর হয়েছে। তার প্রক্রিয়া শুরু হবে আগামী ৪ নভেম্বর। দলীয় কর্মীদের এই প্রক্রিয়াটি সম্পর্কে ভালভাবে অবগত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণেই তাদের অবহিত করার জন্য এই সভার আয়োজন করা হয়েছে। তিনি আরো বলেন, ব্লক-স্তরের কর্মী বা বুথ লেভেল এজেন্ট এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে অনিচ্ছুক আছেন, এখনও কোনও তথ্য আমার কাছে নেই। তিনি বলেন, যদি কোনও যোগ্য ভোটারের নাম তালিকায় অন্তর্ভুক্ত না থাকে, তাহলে তাদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য তাদের সাথে যোগাযোগ করা হবে। প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।


