আদিবাসী সম্প্রদায়ের মহিলাকে ধর্ষণ, খুনও শ্লীলতাহানির প্রতিবাদ, বিক্ষোভ
বেঙ্গল মিরর, কুলটি, রাজা বন্দোপাধ্যায়ঃ* আদিবাসী সম্প্রদায়ের মহিলাকে ধর্ষণ, খুন ও শ্লীলতাহানির প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে রবিবার আসানসোলের কুলটিতে আদিবাসী জুমিত গাঁওতা (কুলটি ব্লক) এবং আদিবাসী অধিকার মঞ্চ (কুলটি শাখা) র পক্ষ থেকে একটি প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা হয়। দুই সংগঠনের সদস্যরা শাঁকতোড়িয়ার ঝালবাগানে জমায়েত করেন। পরে সেখান থেকে তারা শাঁকতোড়িয়া ফাঁড়িতে গিয়ে একটি স্মারকলিপিও জমা দেন।













সাংবাদিকদের এ বিষয়ে আদিবাসী জুমিত গাঁওতার সভাপতি বাবলু টুডু বলেন, কয়েকদিন আগে কুলটি থানার রক্তা গ্রামে দিনু গোপ নামে এক ব্যক্তি এক আদিবাসী মহিলাকে ধর্ষণ করেন। এদিন আদিবাসী সম্প্রদায়ের পক্ষ থেকে তার বিরুদ্ধে প্রতিবাদ দেখানোর পাশাপাশি দিনু গোপকে মৃত্যুদণ্ড দেওয়ার দাবি জানানো হচ্ছে। তিনি আরো বলেন, দিনু মহিলার ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে। মহিলার একটি ছোট বাচ্চাও আছে। স্বামী যখন ডিউটিতে ছিলেন তখন তিনি এই অপরাধ করেন। অতএব, এর একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। আমরা সেই দাবি করছি।

