আসানসোলে অবৈধ কয়লাখনি তৈরির চেষ্টা, এলাকায় বিক্ষোভ, বাসিন্দাদের বাধা, জনৈক “পন্ডিত” নামে এক ব্যক্তি রয়েছে পেছনে, দাবি
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলের কালিপাহাড়ির এজেন্ট পাড়া এলাকায় অবৈধ কয়লাখনি নিয়ে সোমবার সকালে গন্ডগোল দেখা দেয়। স্থানীয় লোকজনেরা এই বেআইনি কয়লাখনির বিরোধিতা করে বিক্ষোভে সামিল হন । স্থানীয় বাসিন্দা এলাকার লোকজনেরা বলেন, আসানসোলের উষাগ্রামের বাসিন্দা পণ্ডিত নামে এক ব্যক্তি এখানে একটি অবৈধ কয়লাখনি চেষ্টা করছেন। এইভাবে এলাকায় অবৈধ কয়লাখনি তৈরির চেষ্টা নিয়ে স্থানীয় বাসিন্দারা খুবই আতঙ্কিত।














লোকজনেরা বলেন, এখানে যদি একটি অবৈধ খনি তৈরি করা হয়, তাহলে আমাদের জীবন জীবিকায় প্রশ্ন দেখা দেবে। আমাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হবে। জীবন বিপন্ন হবে। তাই আমরা এখানে খনি নির্মাণের কাজের বিরোধিতা করছি।এই কয়লাখনিতে কাজ করতে বলেন, পণ্ডিত নামে একজনের কথায় আমি এখানে খনি তৈরী করতে এসেছি। তিনি স্বীকার করেছেন যে এখানে তৈরি করা কয়লাখনি অবৈধ। কিন্তু কর্মসংস্থানের অভাবে তিনি তা করতে বাধ্য হয়েছেন বলে দাবি করেছেন।প্রসঙ্গতঃ, এই কালাপাহাড়ি এলাকা আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত।


