দুর্গাপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, মৃত্যু তরুণ ফুটবলার সহ দুজনের
বেঙ্গল মিরর, দুর্গাপুর, চরণ মুখার্জী ও রাজা বন্দোপাধ্যায়ঃ* দুটি মোটরবাইকের সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু হলো দু’জনের। মৃত দুই যুবকের নাম লাল্টু বাগদি (৩২) এবং সুকান্ত হাঁসদা (২০)। তার মধ্যে সুকান্ত ভালো ফুটবলার ছিলো। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে জেমুয়ার জঙ্গলে। পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার রাতে একটি মোটরবাইকে দুর্গাপুরের বাসিন্দা সুকান্ত হাঁসদা , লাল্টু বাগদি সহ চারজন ছিল। তাঁরা পাড়দই এলাকায় ফুটবল খেলতে যাচ্ছিল। আরেকটি মোটরবাইকে দুজন ছিল। জেমুয়ার জঙ্গলের রাস্তায় দুটি মোটরবাইকের সংঘর্ষ হয়। তাতে রাস্তায় ছিটকে পড়ে দুটি মোটরবাইকে থাকা ছজনই আহত হয়।














খবর পেয়ে আশপাশের লোকেরা ছুটে আসছে। এরপরে আশঙ্কাজনক অবস্থায় ছজনকেই দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা লাল্টু ও সুকান্তকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করে। আরো তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। আরেকজন দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই মর্মান্তিক ঘটনাকে ঘিরে গোটা এলাকা শোকস্তব্ধ হয়ে পড়ে। মৃত দুই যুবকের পরিবারে শোকের ছায়া নেমে আসে।


