” এসআইআর” আবহে পশ্চিম বর্ধমানে শোরগোল, বাংলা ও উত্তরপ্রদেশে ভোটার তালিকায় শাসক দলের বিধায়কের নাম, কটাক্ষ বিজেপির
বেঙ্গল মিরর, জামুড়িয়া ও আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের জামুরিয়ার তৃনমুল কংগ্রেসের বিধায়ক হরেরাম সিংয়ের নাম উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় রয়েছে বলে অভিযোগ উঠলো। শাসক দলের বিধায়কের নাম দুটি রাজ্যের ভোটার আইডি কার্ড বা সচিত্র পরিচয়পত্র থাকার অভিযোগে পশ্চিম বর্ধমান জেলার রাজনীতিতে শোরগোল পড়েছে। স্বাভাবিক ভাবেই এসআইআর আবহে রাজ্যের শাসক দলকে আক্রমণ করেছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি।













জানা গেছে, জামুড়িয়া বিধানসভার বিধায়ক হরেরাম সিংয়ের উত্তরপ্রদেশের বালিয়া জেলার সালেমপুর লোকসভার বনসডিহি বিধানসভার ভোটার তালিকায় নাম আছে। যোগী রাজ্যের ভোটার তালিকার নামটি ২০২৪ সালের ২৫ অক্টোবর সর্বশেষ আপডেট করা হয়েছে। অন্যদিকে, এই রাজ্যের পশ্চিম বর্ধমান জেলার আসানসোল লোকসভা কেন্দ্রের পান্ডবেশ্বর বিধানসভার ভোটার তালিকায় জামুড়িয়ার বিধায়কের নাম রয়েছে। এই ভোটার তালিকার নামটি ২০২৪ সালের ২৪ ডিসেম্বর আপডেট করা হয়েছে।
এদিকে, আসানসোল দক্ষিণ বিধানসভার বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল এই ইস্যুতে বুধবার হরেরাম সিং এবং তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেন। তিনি বলেন, ২০১১ সাল থেকে নির্বাচনী প্রক্রিয়ায় কারচুপি করে কেবলমাত্র হরে রাম সিং নয়, বরং তৃণমূল কংগ্রেস দলটাই নির্বাচনে জয়লাভ করে আসছে। এখন পশ্চিমবঙ্গে এসআইআর করা হচ্ছে, তাই তৃণমূল কংগ্রেসের সুপ্রিম থেকে সব নেতারা ক্ষুব্ধ। বিজেপি বিধায়ক আরো বলেন, আমি উত্তরপ্রদেশের বিজেপি সরকারকে হরেরাম সিং কখনও উত্তরপ্রদেশে ভোট দিয়েছেন কিনা তা তদন্ত করার জন্য অনুরোধ করবো। তবে, দুই রাজ্যের ভোটার তালিকায় নাম থাকার বিষয়টি নির্বাচন কমিশনের ঘাড়ে দোষ চাপিয়ে হরে রাম সিং তেমন কোন মন্তব্য করতে চাননি।
তিনি শুধু বলেন, নির্বাচন কমিশনকে এর উত্তর দিতে হবে। কারণ এটি নির্বাচন কমিশনের বিষয়। এ বিষয়ে আমার কিছু বলার নেই।শাসক দলের জেলা নেতৃত্বর তরফে গোটা বিষয়টি নির্বাচন কমিশনের দিকে ঠেলে দেওয়া হয়েছে। তাদের কথায়, কার কোথায় নাম আছে তা দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের। এদিকে, পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের তরফে বলা হয়েছে, লিখিত অভিযোগ পেলে তা খতিয়ে দেখা হবে।

