আসানসোল বাজারে চাঞ্চল্য, ব্যবসায় মন্দা, আর্থিক অনটনে গলা কেটে আত্মহত্যার চেষ্টা ফল বিক্রেতার
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* ব্যবসায় মন্দা চলছে। যে কারণে আর্থিক অনটন দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে গোডাউনে ছুরি দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যার চেষ্টা করলেন এক ফল বিক্রেতা। বৃহস্পতিবার সকালের এই ঘটনায় আসানসোল বাজারে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আসানসোলের হিরাপুর থানার ইসমাইলের বাসিন্দা ফল বিক্রেতার নাম মহঃ জামির ( ৪৫)। জখম অবস্থায় ঐ ফল বিক্রেতাকে প্রথমে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে তার বাড়ির লোকের ছুটে আসেন। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ার ঐ ফল বিক্রেতাকে আসানসোল জেলা হাসপাতাল থেকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।













জানা গেছে, ইসমাইলের বাসিন্দা মহঃ জামির আসানসোল বাজারের ভেতরে সবজি মার্কেটে ফল বিক্রি করতেন। সেখানে তার একটা গোডাউন আছে। এদিন বেলা বারোটা নাগাদ তিনি সেই গোডাউনের মধ্যে ছুরি দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেন। আশপাশের লোকেরা তা জানতে পারেন। তারা দৌড়ে আসেন। জখম অবস্থায় তাকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করেন।
বাজারের ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, মহঃ জামিরের ব্যবসা ঠিক মতো চলছিলো না। বেশ মন্দা চলছিলো ব্যবসায়। যে কারণে তার বাজারে হোলসেলারদের কাছে টাকা বাকি হয়ে গেছিলো। আর্থিক অনটনে পড়েছিলেন ঐ ফল বিক্রেতা। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, আর্থিক অনটনের কারণেই ঐ ফল বিক্রেতা নিজেই নিজের গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেছিলেন।

