এবার কি পালা আসানসোলের, জল্পনা, দুর্গাপুর বোর্ড অফ এ্যাডমিনিস্ট্রেটারের তিন সদস্য অপসারিত
বেঙ্গল মিরর, দুর্গাপুর ও আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ রাজ্য সরকারের তরফে পুর প্রশাসনিক স্তরে রদবদল করা হলো। দুর্গাপুর নগর নিগম বা ডিএমসির বোর্ড অফ এ্যাতমিনিস্ট্রেটার বা পুর প্রশাসক বোর্ড থেকে বৃহস্পতিবার তিনজন সদস্যকে অপসারণ করা হয়েছে। যা অবশ্যই এই জেলার রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি করেছে। বিশেষ করে শাসক দলের অন্দরে।














সূত্রের খবর, পুরসভা ও পুরনিগমে চালাতে দক্ষতা বৃদ্ধি এবং আসন্ন নির্বাচনের প্রস্তুতির চেষ্টার অংশ হিসেবে দলের রাজ্য নেতৃত্বের নির্দেশে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।এবার কি তবে আসানসোল পুরনিগম বা এএমসির পালা? দুর্গাপুরের আচমকাই এই রদবদলের পরে আসানসোলে একই ধরণের পরিবর্তন নিয়ে এখন জল্পনা চলছে।
বৃহস্পতিবার রাজ্য সরকারের তরফে জারি করা বিঞ্জপ্তি থেকে জানা গেছে, দুর্গাপুর নগর নিগমের বোর্ড থেকে অপসারিত তিন সদস্যদের মধ্যে রয়েছেন সিনিয়র বোর্ড সদস্য অমিতাভ বন্দ্যোপাধ্যায়, দীপঙ্কর লাহা এবং রাখি তিওয়ারি। মাত্র দিন কয়েক আগে এই বোর্ডে একটি রদবদল করা হয়েছিল। সরানো হয়েছিলো ভাইস চেয়ারপারসেন অমিতাভ বন্দোপাধ্যায়কে। তার জের কাটতে না কাটতেই বৃহস্পতিবার হঠাৎ করেই তিন সদস্যকে অপসারিত করা হলো। এখন থেকে দুর্গাপুর নগর নিগমের বোর্ড অফ এ্যাডমিনিস্ট্রেটারে চেয়ারপারসন হিসেবে অনিন্দিতা মুখোপাধ্যায় এবং ভাইস-চেয়ারপারসেন হিসেবে ধর্মেন্দ্র যাদব থাকবেন ।
