আসানসোলের স্কুলে ” বন্দেমাতরম ” র সার্ধশতবর্ষ পালন
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ সারা বাংলার সঙ্গে বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান জেলায় ” বন্দেমাতরম” র সার্ধশতবর্ষ পালিত হয়। এই উপলক্ষে আসানসোলেও অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো।
এদিন বেলা বারোটায় আসানসোলের উমারানি গড়াই মহিলা কল্যাণ বালিকা বিদ্যালয়ে বন্দেমাতরম গানটি পরিবেশনের মধ্যে দিয়ে সার্ধশতবর্ষ পালন অনুষ্ঠানের সূচনা করে বিদ্যালয়ের ছাত্রীরা।














দেশের স্বাধীনতা আন্দোলনে ” বন্দেমাতরম ” র এক বিশেষ ভূমিকা আছে। ১৮৭৫ সালে গানটি রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ঐ বছরই ” বঙ্গদর্শন” পত্রিকায় গানটি প্রকাশিত হয়। পরে ১৮৮২ সালে এই গানটি ” আনন্দমঠ” উপন্যাসে স্থান পায়। “বন্দেমাতরম” র গুরুত্ব ও দেশে এই গানের ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন শিক্ষিকা শ্রাবণী বন্দ্যোপাধ্যায়। বন্দেমাতরম গানের সঙ্গে এদিনের অনুষ্ঠানে শারিরীক কলাকৌশল প্রদর্শন করে ছাত্রীরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা বা টিআইসি পাপড়ি বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য শিক্ষিকারা।


