আসানসোলে ক্যালিডোস্কোপ ক্লাবের তিনদিনের চিত্র প্রদর্শনী
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলের বিএনআর মোড় সংলগ্ন রবীন্দ্র ভবনের আর্ট গ্যালারিতে ক্যালিডোস্কোপ ফটোগ্রাফি ক্লাবের উদ্যোগে শুক্রবার থেকে শুরু হয়েছে তিন দিনের চিত্র প্রদর্শনী। এদিন এক অনুষ্ঠানে প্রথমে ফিতে কেটে ও পরে প্রদীপ জ্বালিয়ে এই প্রদর্শনীর উদ্বোধন করেন আসানসোলের এসডিও বা মহকুমাশাসক ( সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য। এই অনুষ্ঠানে সংগঠনের সভাপতি পুলক দাস, সম্পাদক চন্দ্রাণী চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এই প্রদর্শনী আগামী তিন দিন ধরে রবিবার পর্যন্ত চলবে। শেষ দিনে একটি প্রতিযোগিতার আয়োজন করা হবে। যার জন্য পুরষ্কারও বিতরণ করা হবে পুলক দাস জানিয়েছেন।













তিনি আরো বলেন, দেশ বিদেশ মিলিয়ে প্রায় ২০০ ছবি এই প্রদর্শনীতে রয়েছে। ৷ প্রদর্শনী উদ্বোধন করে বিশ্বজিৎ ভট্টাচার্য বলেন, আসানসোল এখন একটা মেগাসিটি। বিভিন্ন ভাষাভাষীর মানুষ এখানে আসেন এবং বসবাস করেন। তাই এই শহরের একটা আলাদা রুচি ও ঐতিহ্য রয়েছে। সেইসব কিছুকে সামনে রেখে এই ফটোগ্রাফি প্রদর্শনীর মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। তিনি আরো বলেন, কারাগারে আলোকচিত্রীদের তোলা এবং প্রদর্শনীতে প্রদর্শিত ছবি দেখে তিনি খুবই খুশি। এখানে যেসব ছবি দেখা যাচ্ছে তা সবই আন্তর্জাতিক মানের। আমার আশা এইসব ছবি দেখে আসানসোলের মানুষেরা খুব খুশি হবেন।

