ASANSOL

আসানসোলের অনামিকা মুখোপাধ্যায়ের সোনা জয়, হিমাচল প্রদেশে পাওয়ার লিফটিং ফেডারেশন কাপ

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* পশ্চিম বর্ধমান জেলার আসানসোল ৩ নম্বর মহিশীলা কলোনির বাসিন্দা অনামিকা মুখোপাধ্যায় হিমাচল প্রদেশে হওয়া ফেডারেশন কাপ পাওয়ার লিফটিং প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতলেন। ৫২ কেজির ক্যাটাগরিতে তার এই সোনা জয়। সদ্য এই প্রতিযোগিতা শেষ হওয়ার পরে বাংলা তথা নিজের জন্য সাফল্যের মুকুটে একটি পালক নিয়ে অনামিকা আসানসোলে ফিরে আসেন। শনিবার সকালে আসানসোলের মহিশীলা কলোনিতে তার সঙ্গে কথা বলতে গিয়ে সে জানায়, হিমাচল প্রদেশে ফেডারেশন কাপ পাওয়ারলিফটিং প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতেছে। তার বাবা সুকুমার মুখোপাধ্যায় একজন নিরাপত্তারক্ষী এবং মা জলি মুখোপাধ্যায় একটি ব্যাংকে কর্মরত আছেন।

মধ্যবিত্ত পরিবারের সন্তান অনামিকা তার এই সাফল্যের কৃতিত্ব, যা সে অর্জন করেছে পেসেন্স ও ডেডিকেটেডকে সামনে রেখে। প্রথমে বাবা-মায়ের সাপোর্ট তার সঙ্গে ছিলোনা। নিজের জেদেই সে পাওয়ার লিফটিংয়ের মতো খেলাকে বেছে নেয়। অনামিকা জিমে নিজের ওয়েট লস বা ওজন কমাতে গেছিলেন। তখন সেখানকার ইন্সট্রাক্টর তাকে এই খেলার কথা বলে। সেই শুরু। তিনি আরো বলেন, আসানসোলে এই খেলার প্রশিক্ষণ দেওয়ার মতো কেউ নেই। তাই আমি ঝাড়খণ্ডের বোকারোর দেবী প্রসাদ চট্টোপাধ্যায়ের কাছে পাওয়ার লিফটিংয়ের প্রশিক্ষণ নেওয়া শুরু করি। তার হাত ধরেই এসেছে ফেডারেশন কাপের এই সাফল্য।  আন্তর্জাতিক স্তরে আসানসোলের গৌরব বয়ে আনতে চাই। তিনি আরো বলেন, আসানসোলে তার মতো একজন কোচ না থাকায়, তার কাছে বোকারোতে গিয়ে প্রশিক্ষণ নিয়েই এই ফলও মিলেছে। এই কোচের জন্যই আমি এশিয়া কাপের জন্য নির্বাচিত হয়েছি। আসানসোলের অনামিকা এখন আন্তর্জাতিক স্তরে ভারতের জন্য পদক নিয়ে আসার ব্যাপারে আত্মবিশ্বাসী। সেই লক্ষ্যেই সে এগিয়ে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *