ASANSOL-BURNPUR

বার্নপুরে সেল চেয়ারম্যানকে চার দফা দাবির স্মারকলিপি, গেট আটকে কাউন্সিলারের নেতৃত্বে বিক্ষোভ

বেঙ্গল মিরর, বার্নপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* বার্নপুর সেল আইএসপি বা ইস্কো কারখানা পরিদর্শনে শনিবার আসেন সেলের চেয়ারম্যান অমরেন্দু প্রকাশ। সেই খবর পেয়ে এদিন সকালে আসানসোল পুরনিগমের ৭৮ নং ওয়ার্ডের কাউন্সিলর অশোক রুদ্রের নেতৃত্বে একাধিক কাউন্সিলর ও এলাকার মানুষেরা প্ল্যাকার্ড হাতে বার্নপুর টানেল গেটে আসেন। তারা সেখানে বিক্ষোভ দেখানো শুরু করেন। এরফলে টানেল গেটটি দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে। সেই সময় সেল চেয়ারম্যানের সাথে দেখা করতে যাওয়া এবং ফেরার সময় বিজেপি নেতা পবন কুমার সিং বিক্ষোভকারীদের মুখোমুখি হন। শেষে ইস্কো কারখানার ডিআইসি অফিসে অশোক রুদ্রের নেতৃত্বে এক প্রতিনিধি দল সেলের চেয়ারম্যানকে চার দফা দাবির একটি স্মারকলিপি দেন।

প্রতিনিধিদলে অন্যদের মধ্যে ছিলেন বোরো চেয়ারম্যান শিবানন্দ বাউরি ও  কাউন্সিলর শ্রাবণ বিশ্বাস। পরে কাউন্সিলর অশোক রুদ্র বলেন,  পশ্চিম বর্ধমানে সেলের দুটি কারখানা আছে। সেগুলো হলো আইএসপি ও ডিএসপি। আমাদের দাবি সেল আইএসপিতে দুর্গাপুর ইস্পাত কারখানা বা ডিএসপির মতো  আউটসোর্স করা কর্মীদের জন্য একটি অভিন্ন বেতন কাঠামো করা হোক। আধুনিকীকরণ এবং সম্প্রসারণের সময়, আউটসোর্স করা কর্মীদের নিয়োগ প্রক্রিয়ায় স্থানীয় যুবকদের অগ্রাধিকার দেওয়া হোক। সিএসআর বিভাগের উচিত আইএসপির পার্শ্ববর্তী এলাকায় জল, বিদ্যুৎ, নিষ্কাশন এবং সৌন্দর্যায়ন সহ অন্য পরিষেবাগুলিও সম্প্রসারণ করা।

তিনি আরো বলেন, গত ১৮ অক্টোবর সেল আইএসপির দুটি স্কুল চালনোর জন্য “আগ্রহ প্রকাশ” আহ্বান জানিয়ে একটি বিজ্ঞাপন প্রকাশিত হয়েছিল। যদি এই স্কুলগুলি বেসরকারি হয়ে যায়, তাহলে আউটসোর্সিং কর্মীদের সন্তানরা বেশি ফি না দিয়ে তাদের পড়াশোনা চালিয়ে যেতে পারবে না। তিনি আরো বলেন, আমরা সেল আইএসপির আধুনিকীকরণ এবং সম্প্রসারণ প্রক্রিয়াকে আন্তরিকভাবে সমর্থন করি। আমরা সর্বদা আপনাদের সাথে আছি। আইএসপির উন্নয়নের বিষয়ে আপনি যেকোন সময় আমাদের সাথে পরামর্শ করতে পারেন। আমরা আমাদের শহরের উন্নয়নের জন্য যথাসাধ্য চেষ্টা করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *