আসানসোলে ৫ ফুটের অজগর সাপ উদ্ধার, এলাকায় আতঙ্ক
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল ওল্ড স্টেশনে এলাকায় রবিবার সকালে ৫ ফুট লম্বা একটি অজগর সাপকে ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজনেরা অজগরটিকে দেখতে পেয়ে স্বাভাবিক ভাবেই আতঙ্কিত হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে আশেপাশের যুবকদের খবর দেওয়া হয়। তারা এসে বেশ কিছুক্ষনের চেষ্টায় অজগরটিকে ধরে বস্তাবন্দি করে।













এরপরে বন দপ্তরকে খবর দেওয়া হয়। সেই মতো এলাকায় আসেন বন দপ্তরের কর্মীরা। তারা অজগরটিকে নিয়ে চলে যান। বন দপ্তর সূত্রে জানা গেছে, এই সাপটিকে তারা দূরে জঙ্গলে ছেড়ে দেবেন। এর পরই স্বস্তির নিঃশ্বাস ফেলেন এলাকার বাসিন্দারা। বন দপ্তর জানান, সাপটি খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসে। এদিন সকালে এলাকার বাসিন্দারা তা দেখতে পান।

