আসানসোলের কবরস্থান ক্ষতিগ্রস্থ করার চেষ্টা, থানায় অভিযোগ সেন্ট জনস্ চার্চের
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলের চেলিডাঙ্গা সেন্ট জনস্ চার্চের পক্ষ থেকে সোমবার আসানসোল দক্ষিণ পুলিশ পোস্টে ( পিপি) একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সেই অভিযোগে চার্চের তরফে ফার্নান্ডেজ রেমন্ড বেসরা জানিয়েছেন যে, আসানসোলের বুধা কবরস্থানে কিছু লোক কবরে স্থাপিত পবিত্র ক্রুশগুলি ক্ষতিগ্রস্ত করেছে। এর বিরুদ্ধে, এদিন চেলিডাঙ্গা সেন্ট জনস চার্চের তরফে আসানসোল দক্ষিণ পুলিশ পোস্টে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। যাতে কবরস্থানের ক্ষতিগ্রস্থ ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি ।













এই সম্পর্কিত একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, একজন যুবক কবরস্থানে প্রবেশ করছে এবং সে কবরের উপরে থাকা ক্রুশগুলি উপড়ে ফেলছেন। তারপর সে এই বিষয়ে কথাও বলছে। যদিও এই ভিডিওর সত্যতা পত্রিকার তরফে যাচাই করা হয়নি। এদিকে, পুলিশের তরফে বলা হয়েছে, গোটা বিষয়টি নিয়ে একটা অভিযোগ দায়ের করা হয়েছে আসানসোল সেন্ট জনস্ চার্চের তরফে। তার ভিত্তিতে অভিযোগের তদন্ত শুরু হয়েছে।

