পশ্চিম বর্ধমান জেলায় দুশোরও বেশি জনকে আর্থিক ক্ষতিপূরণ রাজ্য সরকারের
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* সম্প্রতি হওয়া প্রাকৃতিক দুর্যোগের প্রভাব রাজ্যের একাধিক জেলায় পড়েছে। তাতে সাধারণ মানুষের ঘরবাড়ি ভেঙে ক্ষতিগ্রস্থ হয়। তার মধ্যে পশ্চিম বর্ধমান জেলাও রয়েছে। সোমবার রাজ্য সরকারের তরফে এই জেলার বাড়ি ভেঙে যাওয়ার জন্য ২০০ জনেরও বেশী মানুষকে ক্ষতি পূরণ হিসেবে আর্থিক সাহায্য দেওয়া হয়। এদিন এই উপলক্ষে আসানসোলের কল্যানপুরে পশ্চিম বর্ধমান জেলার নতুন জেলাশাসক কার্যালয়ে একটি বৈঠক হয়। উত্তরকন্যা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল সেই বৈঠকে বক্তব্য রাখেন। তিনি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেন। একইসঙ্গে মুখ্যমন্ত্রী বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করেন এবং বিভিন্ন সরকারি পরিষেবা প্রদান করেন। এদিন সেই বৈঠকে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেন।













তিনি বলেন, ডিভিসি জল ছাড়ার কারণে এই রাজ্যে বন্যা হয়। যা একেবারে ম্যান মেড। দীর্ঘদিন ধরে কেন্দ্র সরকার রাজ্যের কয়েক লক্ষ কোটি টাকা বকেয়া আটকে রেখেছে। এতো বড় প্রাকৃতিক বিপর্যয়ের পরে কোন সহায়তা কেন্দ্র সরকার করেনি। তিনি আরো বলেন, কেন্দ্রের শাসক দল বিজেপি নির্বাচন কমিশনকে দিয়ে পশ্চিমবঙ্গে জোরপূর্বক এসআইআর বাস্তবায়ন করেছে। তারূ এইভাবে রাজ্যের জনগণকে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করতে চায়।
রাজ্যের দুই মন্ত্রী মলয় ঘটক ও প্রদীপ মজুমদার, পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলম আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার সুনীল কুমার চৌধুরী, পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, আসানসোলের মহকুমাশাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য, আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়, পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি, জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিং সহ এই বৈঠকে উপস্থিত ছিলেন।এদিনের অনুষ্ঠানে জেলার ক্ষতিগ্রস্থ মানুষদের হাতে দুই মন্ত্রী সহ অন্যান্যরা চেক তুলে দেন। জানা পুরো ক্ষতিগ্রস্থ বাড়ির জন্য ১ লক্ষ ২০ হাজার টাকা ও অল্প ক্ষতিগ্রস্থ বাড়ির জন্য ৭০ হাজার টাকা দেওয়া হয়েছে।

