দুর্গাপুরে বিজেপির বিএলএকে মারধরের অভিযোগ, কাঠগড়ায় শাসক দল, অস্বীকার নেতৃত্বের
বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* বিজেপির বিএলএ ২ কে মারধরের অভিযোগ উঠলো। সেই অভিযোগের কাঠগড়ায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতিরা। যদিও, বিজেপির এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।সুকুমার সিং নামে গুরুতর জখম বিজেপির বিএলএ ২ কে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্গাপুর পূর্ব বিধানসভার ৪০ নম্বর বুথের বিএলএ ২ হলেন এই সুকুমার সিং। মঙ্গলবার সকালে এই ঘটনায় ইস্পাত নগরীতে রাজন চাপানওতোর শুরু হয়েছে।













এই প্রসঙ্গে জেলা বিজেপি সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দোপাধ্যায় বলেন, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস চাইছে না যে রাজ্যে এসআইআর হোক। তারা তাই এই ধরনের কাজ করছে। মমতা পুলিশ ও মমতা প্রশাসন এইভাব বিরোধীদের মুখ বন্ধ করে দিতে চাইছে। আমরা চাই রাষ্ট্রপতি শাসন জারি করে বাংলায় ভোট হোক। যদিও, বিজেপির বিএলএ ২ কে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কংগ্রেসের দুর্গাপুর ১ নং ব্লকের সভাপতি রাজীব ঘোষ।
এদিন তিনি বলেন, এদিন সকালে এই কথা শোনার পরে ঐ বুথ এলাকার নেতাদের সঙ্গে যোগাযোগ করি। তারা জানায়, এমন কোন ঘটনা ঘটেনি। বিজেপির কোথাও কোন সংগঠন নেই। এইসব করে খবর ভেসে থাকার চেষ্টা করছে বিজেপি। সাতদিনের বেশি সময় হয়ে গেলো এসআইআর শুরু হয়েছে। কোথাও কোন বিজেপির বিএলএকে কেউ দেখতে পেয়েছেন? তার পরে তো মারধর প্রশ্ন। এদিকে, পুলিশ জানায়, এই ঘটনা নিয়ে কোন অভিযোগ দায়ের করা হয়নি।

