ASANSOL

আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এলাকায় শুরু ” যাত্রী সাথী এ্যাম্বুলেন্স পরিসেবা”

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্ত* ( Ambulance Service on Yatri Sathi App ) আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার বা সিপি সুনীল কুমার চৌধুরী বুধবার বিকেলে আসানসোলের বিজয় পাল সরণীতে পুলিশ কমিশনারের কার্যালয়ে এক সাংবাদিক  সম্মেলন করেন। সেখানে তিনি বলেন, পশ্চিমবঙ্গ সরকারের চালু করা যাত্রী সাথী অ্যাপটি সম্প্রসারিত করা হচ্ছে। এর সাথে এই এ্যাপে অ্যাম্বুলেন্সকেও সংযুক্ত করা হচ্ছে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এলাকায় এদিন থেকে অ্যাম্বুলেন্স পরিষেবা শুরু হয়েছে। সমগ্র বাংলায় এটিই প্রথম এই ধরণের পরিষেবা। তিনি আরো বলেন, এই পরিষেবার মাধ্যমে মানুষ তাদের অসুস্থ পরিবারের সদস্যদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা নিতে পারবেন।

পুলিশ কমিশনার বলেন, এখন পর্যন্ত এই পরিষেবায় ১৭০টি অ্যাম্বুলেন্স যুক্ত করা হয়েছে। এই অ্যাম্বুলেন্সগুলি সরকারের অনুমোদন অনুসারে ভাড়া নেবে এবং একবার একজন চালক অ্যাম্বুলেন্স বুক করলে, তিনি যেতে অস্বীকার করতে পারবেন না। সরকার এবং পুলিশ প্রশাসনের কাছে চালকের সমস্ত তথ্য থাকবে। তাই নিরাপত্তার দিক থেকেও এটি খুবই সুবিধাজনক। তিনি যাত্রী সাথীর অ্যাম্বুলেন্স পরিষেবা সর্বাধিক ব্যবহার করার জন্য জনগণকে অনুরোধ করেন।
এদিনের সাংবাদিক সম্মেলনে অন্যদের মধ্যে ছিলেন ডিসিপি ( ট্রাফিক) পিভিজি সতীশ, এডিসিপি ( ট্রাফিক) প্রদীপ মন্ডল ও এসিপি ( ট্রাফিক) বিশ্বজিৎ সাহা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *