চেপ্টে গেল চারচাকা, অল্পের জন্য প্রাণে রক্ষা
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ : রানীগঞ্জের টিবি হাসপাতালে কাছে ১৯ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় ডুমড়ে কুরে মুচড়ে গেল মারুতি কার। তবে দুই বড় গাড়ির ধাক্কার পরো গাড়ির মধ্যে থাকা তিনজনই সুরক্ষিত রয়েছে। গাড়ির চালকের অল্প একটু আঘাত লাগলেও গাড়ির মধ্যে থাকা অপর এক মহিলা ও ব্যক্তির কোন ক্ষতি হয়নি।













এদিনের এই ঘটনার পরই দ্রুত ঘটনার খবর পেয়ে রানীগঞ্জ থানার পাঞ্জাবি মোড় ফাঁড়ির পুলিশ ও ট্রাফিক পুলিশ স্থানীয়দের সহায়তায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সকলকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। ঘটনা প্রসঙ্গে জানা যায় জামুরিয়া অভিমুখ থেকে আসা একটি মারুতি গাড়ি দুর্গাপুর অভিমুখে যাওয়ার সময় রানীগঞ্জের টিভি হাসপাতালে কাছে একটি ডাম্পারের পেছনে আটকে পড়ে।
ডাম্পারটি জাতীয় সড়ক থেকে পথের রাস্তা ধরার সময় তার পেছনে দাঁড়িয়ে থাকা ওই মারুতি গাড়িতে ১৯ নম্বর জাতীয় সড়ক ধরে আসা আসানসোল থেকে দুর্গাপুর অভিমুখী একটি কন্টেনার ওই মারুতি গাড়িকে সজোরে ধাক্কা মারলে মারুতি গাড়িটি দুমড়ে মুছড়ে যায়। যদিও তার মধ্যে থাকা সকল ব্যক্তি অল্পের জন্য প্রাণে রক্ষা পায়। এই ঘটনার প্রেক্ষিতে স্থানীয়রা জাতীয় সড়কের ওই স্থানে ফুট ওভারব্রিজ করার দাবি তুলেছে স্থানীয়দের দাবি যাতায়াতের জন্য এলাকাটি খুবই বিপদজনক যার জন্য জাতীয় সড়ক কর্তৃপক্ষ এই অংশে ফুট ওভার ব্রিজ করলে সকলেই সুরক্ষিত ভাবে যাতায়াত করতে পারবে।

