জামুড়িয়ায় জাতীয় সড়ক অবরোধ, পানীয়জলের দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ, উত্তেজনা
বেঙ্গল মিরর, জামুড়িয়া, রাজা বন্দোপাধ্যায়ঃ পানীয়জল সংকট। আর তাতে ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা বৃহস্পতিবার সকালে আসানসোলের জামুড়িয়ার শ্রীপুর মোড়ে ১৯ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন। বিপুল সংখ্যায় মহিলা ও পুরুষ সহ এলাকার বাসিন্দারা রাস্তায় নেমে পানীয়জলের দাবিতে সরব হন। এই বিক্ষোভ অবরোধের কারণে গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।













এদিন বিক্ষোভকারী শ্রীপুর এলাকার বাসিন্দাদের অভিযোগ, গত কয়েক মাস ধরে এলাকায় চরম জলসংকট দেখা দিয়েছে। আগে যেখানে নিয়মিত জল পাওয়া যেত, এখন সেখানে পানীয়জল সরবরাহ অনিয়মিত ও অপ্রতুল। অনেক সময় টানা কয়েক দিন জল বন্ধ থাকে। এর ফলে নিত্যপ্রয়োজনীয় কাজে ভোগান্তির শিকার হচ্ছেন এলাকার বাসিন্দারা। বিভিন্ন জায়গায় বলার পরেও, পানীয়জলের সংকট ও সমস্যার সমাধান করা হয়নি। তাই এদিনের বিক্ষোভ বলে দাবি, এলাকার বাসিন্দাদের।
এদিনের এই অবরোধের জেরে জাতীয় সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে জামুড়িয়া থানার শ্রীপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে আসে। পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে আশ্বাস দেয় যে, পানীয়জলের সমস্যার দ্রুত সমাধান করা হবে। পুলিশের এই আশ্বাসের পর অবরোধ বিক্ষোভ তুলে নেওয়া হয়। আস্তে আস্তে জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

