বিশ্ব ডায়াবেটিস দিবসের প্রাক্কালে আসানসোলে ওয়াকাথন স্বাস্থ্য সচেতনতার বার্তা
“হাঁটুন, সুস্থ থাকুন, আজকের যত্নই আগামী দিনের সুরক্ষা”
বেঙ্গল মিরর, আসানসোল:- বিশ্ব ডায়াবেটিস দিবসের প্রাক্কালে ডায়াবেটিস সম্পর্কে জনসচেতনতা বাড়াতে আসানসোল কোয়ালফিল্ড ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে ষষ্ঠ বর্ষের ওয়াকাথন অনুষ্ঠিত হলো আজ। সকালেই আসানসোলের বিএনআর মোড় থেকে পদযাত্রা শুরু হয়ে এগিয়ে যায় ১০ বেঙ্গল বিএন এনসিসি গ্রাউন্ডের উদ্দেশে। পথজুড়ে ছিল স্বাস্থ্যসচেতনতার স্লোগান, ব্যানার এবং অংশগ্রহণকারীদের উৎসাহমুখর উপস্থিতি।














এই ওয়াকাথনে অংশ নেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরি, জেলা শাসক এস. পুন্নমবলাম, ইসিএলের ডিরেক্টর টেকনিক্যাল নীলাদ্রি রায়, আসানসোল রাইফেল ক্লাবের ভি. কে. ধাল, শিল্পপতি সচিন রায়, আসানসোল মিউনিসিপ্যাল করপোরেশনের ডেপুটি মেয়র অভিজিৎ ঘাটক, এসিপি কুলটি জাবেদ হোসেন, চিকিৎসক ডা. সত্রজিৎ রায়, ডা. সিদ্ধার্থ বন্দ্যোপাধ্যায়, ডা. পি.পি. দাস-সহ সমাজের নানা ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বরা।এছাড়া অংশ নেন বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা—লায়ন্স ক্লাব অফ আসানসোল (ইস্ট), রোটারি ক্লাব, সংস্কার ক্লাব, কুলটি মাদাদা ফাউন্ডেশন, ইউনাইটেড হোপ ফাউন্ডেশন, কুলটি মহোৎসব, আসানসোল সংস্কার, এনসিসি এবং আসানসোল দুর্গাপুর পুলিশের ব্যান্ড টিম।
ওয়াকাথন চলাকালীন যান চলাচল নির্বিঘ্ন রাখতে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক পুলিশ বিশেষ সতর্ক ছিল। পথজুড়ে তাদের তৎপরতা নজর কেড়েছে অংশগ্রহণকারীদের।পদযাত্রা শেষে ডা. সত্রজিৎ রায় এবং ডা. সিদ্ধার্থ বন্দ্যোপাধ্যায় বলেন, দেশে ডায়াবেটিস রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। তাই প্রতিদিন হাঁটা, শরীরচর্চা, ওজন নিয়ন্ত্রণ, সঠিক খাদ্যাভ্যাস এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা অত্যন্ত জরুরি।তাঁরা এও বলেন—“ডায়াবেটিস শুধুমাত্র একটি রোগ নয়, এটি একটি লাইফস্টাইলের চ্যালেঞ্জ। রোগী হোন বা না হোন— সকলেরই এখন থেকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়া জরুরি।”আসানসোল কোয়ালফিল্ড ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের এই ষষ্ঠ বর্ষের পদযাত্রা ইতিমধ্যেই স্বাস্থ্যসচেতনতার একটি বার্ষিক ঐতিহ্যে পরিণত হয়েছে।এই বছরের মূল বার্তা—“হাঁটুন, সুস্থ থাকুন; আজকের যত্নই আগামী দিনের সুরক্ষা।”



