আসানসোল নর্থ পয়েন্ট স্কুলে উৎসবের সূচনা
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলের আসানসোল নর্থ পয়েন্ট স্কুলের “স্কুল উৎসব বা ফেট” শুক্রবার অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার সাথে অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে হওয়া এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল নর্থ পয়েন্ট স্কুলের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শচীন্দ্র নাথ রায়, আসানসোল নর্থ পয়েন্ট স্কুলের ডিরেক্টর মিতা রায় ও স্কুলের অধ্যক্ষ রাজীব সাউ। বিশেষ অতিথি হিসেবে দুর্গাপুরের এমএমসি মডার্ন হাই স্কুলের অধ্যক্ষ তরুণ ভট্টাচার্য এবং জামুরিয়া ট্রাফিক গার্ডের ওসি সুবীর সেন। তাদেরকে স্কুলের তরফে এই অনুষ্ঠানে স্বাগত জানানো হয়।













দিনটি শুরু হয়েছিল পুরষ্কার অনুষ্ঠানের মাধ্যমে। যেখানে ছাত্র পরিষদের নবনির্বাচিত সদস্যদের আনুষ্ঠানিকভাবে ব্যাজ এবং স্যাশ পরিয়ে দেওয়া হয়। অতিথিরা তরুণদের নিষ্ঠা, আন্তরিকতা এবং শৃঙ্খলার সাথে তাদের দায়িত্ব পালনের জন্য অনুপ্রাণিত করেন।অনুষ্ঠানের মধ্যে দিয়ে স্কুল চত্বর উৎসব মুখর পরিবেশে ক্যাম্পাস ভরে উঠে। ছাত্রছাত্রী এবং শিক্ষকদের তরফে সুন্দরভাবে সাজানো বসানো হয়েছিল।
খাবারের স্টলগুলিতে বিভিন্ন ধরণের সুস্বাদু খাবার এবং পানীয়ের ব্যবস্থা ছিল, অন্যদিকে গেম স্টলগুলি – টার্গেট টুইস্ট, ডাইস ফিয়েস্তা, স্পিন দ্য হুইল – উইন দ্য চকলেটস এবং ডার্ট বেলুনস গেম – ছাত্রছাত্রী এবং অভিভাবকদের উৎসাহী অংশগ্রহণ আকর্ষণ করে। ম্যাজিক শো ছিল এদিনের অনুষ্ঠানের আরেকটি প্রধান আকর্ষণ। যা সকলকে বিনোদন দেয়।এদিনের অনুষ্ঠানটি অধ্যক্ষ রাজীব সাউয়ের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে শেষ হয়। তিনি স্কুল কতৃপক্ষ, শিক্ষক, ছাত্রছাত্রী এবং কর্মীদের প্রচেষ্টার প্রশংসা করেন।

