এসআইআরের জন্য বিজেপি বিহারে জিতেছে : মন্ত্রী মলয় ঘটক
পশ্চিমবঙ্গ বাউরি কালচারাল বোর্ডের নতুন ভবনের ভিত্তিপ্রস্তরে মন্ত্রী
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল উত্তর বিধানসভার বিধায়ক তথা রাজ্য আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক আসানসোলের মরিচকোটা এলাকায় পশ্চিমবঙ্গ বাউরি কালচারাল বোর্ডের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই অনুষ্ঠানে অন্যদের উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি, পশ্চিমবঙ্গ বাউরি কালচারাল বোর্ডের ভাইস চেয়ারম্যান শ্রী রাম বাউরি, সদস্য পরিমল বাউরি ও আসানসোল পুরনিগমের মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায় । মন্ত্রী নারকেল ফাটিয়ে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।













অনুষ্ঠানে বক্তব্য রাখতে মন্ত্রী মলয় ঘটক বলেন, বিহারে বিজেপি অবশ্যই জিতেছে। তবে এই জয় এসআইআরের কারণে। বিহারে ৬২ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। যে কারণেই বিহারে বিজেপি জিতেছে। না হলে জিততে পারতো না। এই প্রক্রিয়া পশ্চিমবঙ্গেও চলছে। রাজ্যের বিজেপি নেতারা এখন থেকেই বলে বেড়াচ্ছেন যে, বাংলায় এসআইআর হলে ১ কোটি মানুষের নাম বাদ যাবে।
এদিন তিনি বাউরি সম্প্রদায়ের সদস্যদেরকে ইনুমেরেশন বা গণনা ফর্মগুলি পূরণ করে নির্ধারিত সময়ের মধ্যে জমা দেওয়ার জন্য অনুরোধ করেন। যাতে ভোটার তালিকা থেকে কারোর নাম বাদ না পড়ে। তিনি আরো বলেন, যদি তাদের বা তাদের পরিবারের কোনও সদস্য ২০০২ সালের ভোটার তালিকায় না থাকে, তাহলে তাদেরকে অনুরোধ করছি নির্বাচন কমিশনের ঠিক করে দেওয়া নথি প্রস্তুত রাখা উচিত। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিটি এলাকায় এরজন্য শিবির করা হয়েছে। যেখানে তৃণমূল কর্মীরা এই বিষয়ে জনগণকে সাহায্য করছেন। আপনারদের কোন অসুবিধা হলে, সেখানে যান। এর পাশাপাশি, তিনি বাউরি সমাজের জন্য বাম আমলে কিছু না করা নিয়ে সিপিএমকে আক্রমণ করেন।

