কুলটিতে ৫ মাস আগে যুবক খুনের ঘটনা, রিমান্ডে থাকা ধৃতকে নিয়ে ঘটনার পুননির্মাণ
বেঙ্গল মিরর, কুলটি, রাজা বন্দোপাধ্যায়ঃ* ৫ মাসেরও বেশি সময় আগে কুলটিতে যুবক খুনের একটি ঘটনায় হেফাজতে থাকা ধৃতকে নিয়ে ” পুননির্মাণ বা রিকনস্ট্রাকশন ” করলো নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ। শনিবার সকালে ঐ খুনের ঘটনায় সঙ্গে জড়িত সন্দেহ অন্যতম ধৃত আকাশ পালকে নিয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। বর্তমানে ধৃত আকাশ ৭ দিনের পুলিশ রিমান্ড বা হেফাজতে রয়েছে। গত ১০ নভেম্বর আকাশকে পুলিশ গ্রেফতার করেছে। পরের দিন তাকে আসানসোল আদালতে পেশ করা হলে পুলিশের আবেদনের ভিত্তিতে বিচারক তার জামিন নাকচ করে ৭ দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দেন।














প্রসঙ্গতঃ, গত ৪ জুন রাতে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানার সীতারামপুর-এথোড়া রোডে এক যুবকের গলাকাটা দেহ উদ্ধার করেছিলো কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ । এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিলো গোটা এলাকায়। মৃত যুবকের পরিচয় আসানসোলের জামুরিয়া থানার নিঙ্গার বাসিন্দা দেবজ্যোতি শর্মা বলে পরে জানা যায়। ঘটনাস্থল থেকে পুলিশ একটি মোটরবাইক উদ্ধার করেছিলো, যা মৃত যুবকেরই ছিল। আরো জানা গেছিলো, দেবজ্যোতি সিং ১৯ নম্বর জাতীয় সড়কের কাছে এক জমি ব্যবসায়ীর অফিসে কাজ কাজ করতো। সেদিন রাতে সেই অফিস থেকে কাজ শেষ করে পুরুলিয়া গেছিলো। পরে সেখান থেকে বাড়ি ফেরার পথে সে দুষ্কৃতিদের হামলার মুখে পড়ে।পরে, এই ঘটনায় পরিবারের তরফে লিখিত অভিযোগ করে বলা হয় যে দেবজ্যোতিকে খুন করা হয়েছে।
নিয়ামতপুর ফাঁড়ি পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। সেই তদন্তে পাম্মি শর্মা নামে এক যুবতীকে এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ গ্রেফতার করে গত ১২ জুন।এরপর নিয়ামতপুর ফাঁড়ি পুলিশ সেই খুনের ঘটনায় সিডিআর ডিটেলস এবং সিসিটিভির ফুটেজের সূত্র ধরে আরো তদন্ত করে রাহুল মাজি এক যুবককে আটক করে। দীর্ঘ জেরা করে রাহুলকে গ্রেফতার করা হয়। রাহুল সালানপুর থানার রূপনারায়ণপুরের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছিলো,ধৃত রাহুল মাজি মুল অভিযুক্ত বা মাস্টার মাইন্ড ছিলো ।এদিন পুলিশের এক আধিকারিক বলেন, এবার এই ঘটনায় আকাশ পালকে গ্রেফতার করা হয়েছে। তাকে জেরা করার পাশাপাশি ঘটনাস্থলে নিয়ে গিয়ে ঘটনার পুননির্মাণ বা রিকনস্ট্রাকশন করা হয়েছে। ঐ যুবক খুনের ঘটনায় তার ভূমিকা কি রয়েছে, তা জানার চেষ্টা করা হচ্ছে। উল্লেখ্য, এর আগে ধৃত রাহুল মাজিকে নিয়ে ঘটনার পুননির্মাণ বা রিকনস্ট্রাকশন করা হয়েছে।

