রানীগঞ্জের তিন জায়গায় সেন্ট্রাল ফোর্স সঙ্গে নিয়ে জিএসটির তল্লাশি
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ : রানীগঞ্জের চুড়ি পট্টি, মাড়ওয়ারী পট্টি সহ তিন জায়গায়, একযোগে সেন্ট্রাল ফোর্স সঙ্গে নিয়ে গুড সার্ভিস ট্যাক্স দেওয়া হয়নি এমনই অভিযোগের ভিত্তিতে রানীগঞ্জের দীর্ঘ প্রাচীন পান মসলা, সিগারেট, বিড়ি সহ বিভিন্ন সামগ্রীর হোলসেল বিক্রেতা নাসিম খানের দোকানে শনিবার দুপুর থেকে চলছে লাগাতার তল্লাশি।














এ বিষয়ে অবশ্য দোকান মালিক জানিয়েছেন বিষয়টা সম্পূর্ণই আইন ভিত্তিক তাই তারা উকিলের সঙ্গে এ বিষয়ে পরামর্শ করছেন, তারা তাদের নিজেদের বক্তব্যে দাবি করেন কোন একটি কোম্পানির তরফে কিছু বিষয় লক্ষ্য করা হচ্ছে তাদের ট্যাক্স পেড হয়েছে কিনা সে সকল সম্পর্কে তথ্য সংগ্রহ করছে জিএসটি আধিকারিকেরা। তাদের দাবি তারা সম্পূর্ণভাবে সকল প্রক্রিয়া যাতে সুস্থভাবে সম্পন্ন হয় তার জন্য সব রকম সহায়তা করছেন। যদিও এ বিষয়ে জিএসটি আধিকারিকেরা কোন মন্তব্য করতে চাননি।

