সালানপুর ব্লকে তিন দিবসীয় জয় জোহার মেলার উদ্বোধন করলেন বিধায়ক
বেঙ্গল মিরর, কাজল মিত্র : ১৫ নভেম্বর শনিবার বিরশা মুন্ডার ১৫১ তম জন্ম জয়ন্তী ও জয়জোহার মেলা ২০২৫-২৬ আয়োজিত হল পশ্চিম বর্ধমান জেলার সালানপুর ব্লকের মালবহাল ফুটবল ময়দানে।১৫ তারিখ থেকে ১৭ তারিখ পর্যন্ত চলবে এই মেলা। মেলাঘিরে রয়েছে বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচি। আদিবাসী অধ্যুষিত এলাকায় এই কর্মসুচী হওয়াতে রীতিমতো খুশি।এদিন এই মেলার ফিতে কেটে ও প্রদীপ প্রজ্বলন করে শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি বারাবনি বিধায়ক তথা আসানসোল মেয়র বিধান উপাধ্যায় মহাশয় এছাড়াও উপস্থিত ছিলেন বিডিও সালানপুর দেবাঞ্জন বিশ্বাস,পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র , জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোঃ আরমান, সমাজসেবী ভোলা সিং সহ অন্যান্য আধিকারিকরা এছাড়াও আদিবাসী সম্প্রদায়ের নরেশ টুডু ,এদিন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন ধামসা মাদল সহযোগে নৃত্যের মধ্যে দিয়ে প্রধান অতিথি সহ সকল অতিথিদের পুষ্পস্তবক ও শাল দিয়ে বরণ করে নেওয়া হয়।













তিনদিন ধরে এই মঞ্চে অনুষ্ঠিত হবে অঙ্কন প্রতিযোগিতা,আদিবাসী একক নৃত্য,দলগত নৃত্য এবং আদিবাসী ভাই-বোনেদের শংসাপত্র প্রদান,সচেতনতা শিবির, ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ।তাছারা এই মঞ্চ থেকে বিধায়ক আদিবাসী সম্প্রদায় এর হাতে ধামসা মাদল, মহিলা গোষ্ঠীদের হাতে মুরগির ছানা প্রদান, বৃক্ষ প্রদান করা হয়।এদিন বিধায়ক জানান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার প্রতিটি ব্লকে এই মেলার আয়োজন করা হয়েছে । সেইমতো সালানপুর ব্লকেও মালবহাল ফুটবল ময়দানে জয় জোহার মেলার আয়োজন করা হয়েছে । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসী সম্প্রদায়ের মানুষজনকে এই অনুষ্ঠানে শামিল করার জন্য এই তিনদিন ব্যাপি এই উদ্যোগ।

