দুটি দোকানে দুঃসাহসিক চুরি , আতঙ্কিত ব্যবসায়ীরা, জিটি রোড অবরোধ, বিক্ষোভ
বেঙ্গল মিরর, নিয়ামতপুর ( কুলটি), কাজল মিত্র ও রাজা বন্দোপাধ্যায়ঃ* পরপর দুটি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো। শুক্রবার রাতে এই ঘটনাটি ঘটেছে আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর মোড়ে জিটি রোডে। এই ঘটনার প্রতিবাদে শনিবার সকালে আধঘন্টার মতো রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের মধ্যে এই চুরির ঘটনার পরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা ব্যবসা করতে গিয়ে নিরাপত্তার অভাব বোধ করছেন।














জানা গেছে, আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর মোড়ে শুক্রবার গভীর রাতে একটি মোবাইল এবং কাপড়ের দোকানে চুরি হয়। শাটার কেটে চোরের দল দুটি দোকানে ঢুকে লুঠপাট চালায়। মোবাইল দোকান থেকে প্রায় ৮০ লক্ষ টাকার মোবাইল চুরি হয়েছে বলে জানিয়েছেন মালিক। এছাড়াও ২৫ হাজার টাকা চোরেরা এই দোকানের ক্যাশবাক্স থেকে চুরি করে। অন্যদিকে, কাপড় দোকানে নগদ প্রায় ৫০ হাজার টাকা চুরি হয়েছে বলে কাপড় দোকানের মালিকেরা জানিয়েছেন ।এদিকে, পরপর চুরির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন নিয়ামতপুর মোড় বাজার এলাকার ব্যবসায়ীরা। তারা এর প্রতিবাদে নিয়ামতপুর মোড়ে জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখানো শুরু করেন ।
খবর পেয়ে ঘটনাস্থলে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ আসে। নিয়ামতপুর চেম্বার অফ কমার্সের সম্পাদক শচীন ভালোটিয়া বলেন, খুবই চিন্তার বিষয়। এইভাবে যদি দোকানে দোকানে চুরি হয়, তাহলে ব্যবসায়ীরা কোন ভরসায় ব্যবসা করবেন। আমরা চাই পুলিশ এই বাজার এলাকায় নিরাপত্তা আরো জোরদার করুক। পুলিশ দুটি দোকানের মালিকের সঙ্গে চুরির ঘটনা নিয়ে কথা বলে। তাদের কাছ থেকে অভিযোগ নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।

