রানীগঞ্জের শুভদর্শনী হাসপাতালে এক মহিলা রোগীর মৃত্যুকে ঘিরে ব্যাপক উত্তেজনা
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ : রানীগঞ্জের শুভদর্শনী হাসপাতালে এক মহিলা রোগীনির মৃত্যুর ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনাময় পরিস্থিতির সৃষ্টি হল হাসপাতাল চত্বরে। রোগীর আত্মীয় পরিজনদের অভিযোগ, চিকিৎসকের চিকিৎসায় গাফিলতির কারণেই ওই মহিলার মৃত্যু হয়েছে। অভিযোগ রবিবার বিকেল ছটা ১৭ নাগাদ জামুরিয়ার বেনালী এলাকার খাজা নগরের বাসিন্দা, শেখ মহিদের মেয়ে, বছর কুড়ির সানোয়ারা খাতুন, বমি, পায়খানা ও শরীরের টান উপসর্গ নিয়ে রানীগঞ্জের শুভদর্শনী হাসপাতলে, ডাক্তার অভিজিৎ ঘোষের আন্ডারে ভর্তি হন।














অভিযোগ রোগীর ভর্তির সময় থেকে শুরু করে, রোগীর মৃত্যুর পর, সকাল প্রায় এগারোটা বেজে গেলেও, চিকিৎসকের কোন দেখা মেলেনি, যা চিকিৎসকের গাফিলতির একমাত্র উদাহরণ বলে দাবি করেন রোগীর পরিজনের। সোমবার সকালে এই দাবি করেই মঙ্গলপুর শিল্প তালুকের রানীগঞ্জ স্কয়ারে অবস্থিত শুভদর্শনী হাসপাতালে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীদের অভিযোগ, চিকিৎসকের গাফিলতির জন্য ও সঠিকভাবে চিকিৎসা না করার কারণে, ওই রোগীর মৃত্যু হয়েছে।
পরিজনদের দাবি তারা এ নিয়ে প্রশাসনের দ্বারস্থ হবেন, অভিযোগ দায়ের করা হবে হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকের বিরুদ্ধে বলেই জানান তারা। এ মুহূর্তে হাসপাতাল চত্বরে ব্যাপক উত্তেজনাময় পরিস্থিতি লক্ষ্য করা গেছে। রোগীর পরিজনেরা চিকিৎসক এখন কেন হাজির হলেন না, বলেই দাবি করেছেন। যদিও এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেননি।

