এসআইআরের বিরোধীতা, প্রাক্তন বিধায়কের নেতৃত্বে কুলটিতে তৃণমূল কংগ্রেসের মিছিল
বেঙ্গল মিরর, কুলটি, রাজা বন্দোপাধ্যায়ঃ* রাজ্যের অন্য জেলার সঙ্গে পশ্চিম বর্ধমানে এসআইআর বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন চলছে। তার মধ্যেই রবিবার আসানসোলের কুলটি বিধানসভার লছিপুর গেট থেকে নিয়ামতপুর নিউরোড পর্যন্ত “এসআইআর মানছিনা, মানবো না” স্লোগান তুলে প্রতিবাদ মিছিল করলো রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসে। এই মিছিলের নেতৃত্বে ছিলেন কুলটির প্রাক্তন বিধায়ক উজ্জ্বল চট্টোপাধ্যায়।














এই প্রসঙ্গে তৃণমূল নেতা বাচ্চু রায় বলেন , এসআইআরের জেরে সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছেন। তাই আমরা এই এসআইআর মানছি না, মানবো না। তারই প্রতিবাদে এই মিছিল।উপস্থিত ছিলেন ব্লক সভাপতি কাঞ্চন রায়, মহিলা সভানেত্রী মৌমিতা বন্দোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের নেতা, কর্মী ও সমর্থকেরা।

