আসানসোলে রেলের ভূমিকা নিয়ে প্রশ্ন, আচমকাই জিটি রোড সংযোগকারী রাস্তা বন্ধ, সমস্যায় পথচারীরা
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ পূর্ব রেলের আসানসোল ডিভিশনের তরফে আসানসোলের জিটি রোডের ট্র্যাফিক জিমন্যাসিয়ামের পাশ দিয়ে স্টেশনের দিকে যাওয়ার রাস্তাটি লোহার রেললাইন দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে রেলের তরফে নেওয়া এই আচমকা পদক্ষেপের কারণে ঐ রাস্তা দিয়ে যাতায়াতকারী সাধারণ মানুষেরা সমস্যার সম্মুখীন হন। এদিন সকালে খবর পেয়ে আসানসোল পুরনিগমের ৪০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মৌমিতা বিশ্বাস এলাকায় পৌঁছান। তিনি সেই সময় সেখানে উপস্থিত আরপিএফ অফিসারের সাথে কথা বলেন। অফিসার তাকে স্পষ্টভাবে বলেন যে, তাদের কাছে এই ব্যাপারে ঊর্ধ্বতন আধিকারিকদের নির্দেশ রয়েছে।














এবিষয়ে মৌমিতা বিশ্বাস বলেন, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা। এর আগেও রেল এটি বন্ধ করার চেষ্টা করেছিলো। কিন্তু, তখন স্থানীয় মানুষদের সাথে আলোচনা করা হয়েছিল। রেল আশ্বাস দিয়েছিল যে এটি বিবেচনা করা হবে। কিন্তু সোমবার রাতে হঠাৎ এই রাস্তাটি বন্ধ করা হয়। তিনি আরো বলেন, জিটি রোডের পাশে অনেক স্কুল ও কলেজ রয়েছে। রেল কোয়ার্টারে বসবাসকারী লোকেরাও এই রাস্তাটি ব্যবহার করেন। এই রাস্তাটি হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ার কারণে তাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। তিনি অবিলম্বে এই রাস্তাটি খোলার দাবি জানিয়েছেন।
স্থানীয় লোকজনও এই রাস্তা বন্ধ করে দেওয়া নিয়ে ক্যামেরার সামনে তাদের ক্ষোভ প্রকাশ করে। তারা বলেন, আমরা দীর্ঘদিন ধরে এই রাস্তাটি ব্যবহার করে আসছি। যদি এই রাস্তাটি হঠাৎ বন্ধ হয়ে যায়, তাহলে মানুষ অনেক সমস্যার সম্মুখীন হবেন। এর পাশাপাশি তাদের প্রশ্ন, রাজ্য সরকারের যে সব রাস্তা আছে, সেগুলো যদি প্রশাসন রেলের জন্য বন্ধ করে দেয়, তখন রেল কি করবে? রেলের মনে রাখা উচিত, রেলের সব রাস্তা রাজ্য সরকারের রাস্তায় এসে যোগ হচ্ছে। তবে, আসানসোল শহরে রেলের এই ধরনের সিদ্ধান্ত নতুন কিছু নয়। এর আগে, বেশ কয়েকবার এমন সিদ্ধান্ত নিয়েছে। অনেক রেল কলোনির রাস্তা তারা বন্ধ করে দিয়েছে। তাতে সাধারণ মানুষের যতটা না বেশি সমস্যা হয়েছে, তার চেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে রেল কর্মী ও তাদের পরিবারের সদস্যদেরকে। তবে, এই নিয়ে রেলের তরফে কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি।

