চিত্তরঞ্জনে ১৬ টি অনুমোদনহীন ক্লাব ভাঙার সিদ্ধান্ত
বেঙ্গল মিরর, চিত্তরঞ্জন, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলের রেল শহর চিত্তরঞ্জনে সিএলডাবলু বা চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা কতৃপক্ষ ১৬টি অনুমোদনহীন ক্লাব ভেঙে দেওয়ার কাজ শুরু করলো। মঙ্গলবার সকালে জেসিবির সাহায্যে ক্লাব ভাঙার কাজ শুরু হয়। এই কাজের তদারকিতে উপস্থিত ছিলেন আরপিএফ ও সিএলডাবলু আধিকারিকরা। এর আগে এই ক্লাবগুলিকে নোটিশ দেওয়া হয়েছিল বলে এদিন জানিয়েছেন চিত্তরঞ্জন আরপিএফের এএসসি সোমনাথ চক্রবর্তী ।














তিনি আরো বলেন, ক্লাব ভাঙতে এসে কোন বাধা পাইনি। আইন মেনে রেল প্রশাসন এই কাজ করা হয়েছে। দুটি জেসিবি দিয়ে এই কাজ শুরু করা হয়েছে। এদিনই ক্লাব ভাঙার কাজ শেষ করা হবে।


