আসানসোলে পিএইচই অফিসে অবস্থান বিক্ষোভ ঠিকা কর্মীদের, কাজ করেও, মেলেনি মাসের বেতন
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ গোটা অক্টোবর মাস করার পরেও, বৃহস্পতিবার ১৯ নভেম্বর পর্যন্ত মেলেনি মাসের বেতন। শেষ পর্যন্ত সেই বেতনের দাবিতে বুধবার সকালে আসানসোলের সেনরেল রোড বা বিবেকানন্দ সরণীর জুবিলি মোড় সংলগ্ন পিএইচই অফিসে রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দপ্তর বা পিএইচইর ঠিকা কর্মচারীরা অবস্থাব বিক্ষোভ করেন। অল বেঙ্গল পিএইচই কন্ট্রাক্টর এমপ্লয়িজ ইউনিয়ন এদিন এই অবস্থান বিক্ষোভের ডাক দিয়েছিলো। এদিনের আন্দোলন প্রসঙ্গে ইউনিয়নের সেক্রেটারি বন্দনা রায় বলেন, আমরা বেশ কয়েক মাস ধরে নিয়মিত বেতন পাচ্ছি না। অক্টোবর মাসে আমরা কাজ করি। কিন্তু ৩১ অক্টোবর শেষ হওয়ার পরে মাসের বেতন পাইনি।













যখন আমরা আমাদের ঠিকাদারের কাছে বেতন না পাওয়ার বিষয়ে অভিযোগ করি, তখন তাদের তরফে বলা হয় যে পিএইচই দপ্তর থেকে তারা টাকা পাননি। যে কারণে তারা বেতন দিতে পাচ্ছেন না। বন্দনাদেবী বলেন, আমাদের মাসিক বেতন ঠিক সময়ে দেওয়ার কথা। কিন্তু বর্তমানে আমাদের বেতন আটকে রাখা হচ্ছে। আমরা প্রতি দু/তিন মাসে একবার মাসিক বেতন পাই। যার ফলে আমাদের আর্থিকভাবে মারাত্মক ক্ষতি হচ্ছে। আমরা এই অন্যায় সহ্য করবো না।
তিনি দাবি করেন যে, তাদের মাসিক বেতন প্রতি মাসে দেওয়া হোক। আমরা এর আগেও বেশ কয়েকবার অফিসের সামনে বিক্ষোভ করেছি। কিন্তু প্রতিবারই কেবল আশ্বাস পেয়েছি। কিন্তু আমাদের সমস্যার স্থায়ী সমাধান হয়নি। তিনি বলেন, পিএইচইর তরফে প্রতি মাসের ১ থেকে ৫ তারিখের মধ্যে আমাদের মাসিক বেতন পাওয়ার বিষয়টি নিশ্চিত না করা পর্যন্ত আমরা আমাদের বিক্ষোভ চালিয়ে যাবো। এদিন, বিক্ষোভ চলাকালীন পিএইচইর ইঞ্জিনিয়ার বন্দনা রায়দের ডেকে পাঠিয়ে, অক্টোবর মাসের বেতন দেওয়া ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু নভেম্বর মাসের বেতন কবে হবে, তার নিশ্চয়তা তিনি দিতে পারেননি। যা নিয়ে কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। তারা বলেন, গোটা পশ্চিম বর্ধমান জেলায় হাজারেরও বেশি কর্মী আমরা পানীয়জল সরবরাহ করে থাকি। অথচ আমরা মাসের শেষে বেতন পাচ্ছি না।
প্রসঙ্গতঃ, ঠিকা কর্মীদের পাশাপাশি, পিএইচইর ঠিকাদারেরা বকেয়ার দাবিতে টানা আন্দোলন করছেন। কাজ করিয়ে নেওয়ার পরে গত দুবছর ধরে ২ হাজার কোটি টাকা মেটানো হয়নি। বৃহস্পতিবার দুপুরে ঠিকাদারেরা বকেয়ার দাবিতে আসানসোলের ইসমাইলে পিএইচই অফিস আবারও প্রতিবাদ সভা করবেন বলে বুধবার জানিয়েছেন পিএইচই কন্ট্রাক্টর্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফে মৃত্যুঞ্জয় মুখোপাধ্যায়।

