নিয়ামতপুরে চুরির ঘটনা তদন্তে আসানসোল দুর্গাপুর পুলিশের ডিডি
বেঙ্গল মিরর, নিয়ামতপুর, কাজল মিত্র ও রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোলের কুলটি থানার নিয়ামতপুরে একরাতে পরপর দুটি দোকানে চুরির ঘটনার তদন্তে নামলো আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিটেকটিভ ডিপার্টমেন্ট বা ডিডি।
গত রবিবার পর পর দুটি দোকানে চুরির ঘটনা ঘটে আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির নিয়ামতপুর জিটি রোড এলাকায়। সেখানে একটি কাপড় দোকান থেকে নগদ ৫০ হাজার টাকা হয়। তারপর জানা যায় একই সময়ে আরেকটি মোবাইল দোকানে চুরি হয়েছে। একই কায়দায় মোবাইল দোকান থেকে ৩৫টির মতো মোবাইল ফোন চুরি হয়। যার বাজার মূল্য প্রায় ৮০ লক্ষ টাকা। পর পর দুটি দোকানে চুরি ঘটনায় নিয়ামতপুরে ব্যবসায়ী সংগঠন নিয়ামতপুর চেম্বার অফ কমার্স এবং মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সদস্যরা চুরির ঘটনার প্রতিবাদে নিয়ামতপুর মোড় জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখায়।














পরে মোবাইল দোকানে চুরির ঘটনার সিসিটিভির ফুটেজ ভাইরাল হয়। তাতে দেখা যায়, কিভাবে চোরেরা ঐ মোবাইল দোকানে চুরি করেছে। অভিযোগের ভিত্তিতে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এবার সেই চুরির দোকানে চুরির ঘটনার তদন্তে নামলো ডিডি।
এদিন দুপুরে দুটি দোকানে চুরির ঘটনার তদন্তে বিভিন্ন দিক খতিয়ে দেখতে এলাকায় আসানসোল দুর্গাপুর পুলিশের ডিডির এডিসিপি মীর সাইদুল আলির নেতৃত্বে একটি দল । এছাড়া ছিলেন নিয়ামতপুর ফাঁড়ির ইনচার্জ অখিল মুখোপাধ্যায় সহ অন্য পুলিশ অফিসাররা।

