নদী থেকে অবৈধ ভাবে বালি তোলার অভিযোগ, অস্বীকার রেলের ঠিকাদার সংস্থার
বেঙ্গল মিরর।সার্থক কুমার দে, অন্ডাল : অন্ডাল পঞ্চায়েতের শকরা, তারকডাঙ্গা সংলগ্ন এলাকার বাসিন্দাদের একাংশের অভিযোগ প্রায় মাসখানেক ধরে সিঙ্গার নদী থেকে অবৈধ উপায়ে বালি তুলে তা সরবরাহ করা হচ্ছে রেলের এক ঠিকাদার সংস্থাকে । স্থানীয় বাসিন্দা আস্তিক মন্ডল এই কাজ করছে বলে অভিযোগ তাদের । বৃহস্পতিবার বাসিন্দারা জড়ো হন সিঙ্গারন নদীর পাড়ে ঘটনাস্থলে । বালি তোলার কাজ তারা বন্ধ করে দেন । মনোজ আঁকুরে, বিশ্বনাথ মন্ডলরা বলেন মাসখানেক ধরেই আস্তিক মন্ডল নামে এক ব্যক্তি সিঙ্গারন নদী থেকে অবৈধ উপায়ে বালি তুলে তা সরবরাহ করছে । অবৈধ বালিতোলা বন্ধ করা হোক সেই সাথে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নিক প্রশাসন বলে দাবি জানান তারা ।













অভিযুক্ত আস্তিক মন্ডলের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি । তবে রেলের যে ঠিকাদার সংস্থাকে এই বালি সরবরাহ করা হচ্ছে বলে অভিযোগ সেই সংস্থার আধিকারিক কাশিনাথ চক্রবর্তী অভিযোগ অস্বীকার করে বলেন এখানে কোন অবৈধ কাজ হচ্ছে না । বালি তোলা হচ্ছে নিয়ম মেনেই । তিনি বলেন কাজোরা রেলস্টেশনে ১৪২ মিটার একটা ৬ লেনের ব্রিজ নির্মাণ হবে । তার জন্য ইভি ২ টেস্ট করা হচ্ছে । সেই টেস্টের জন্যই রেলের অনুমতি ও গাইডলাইন মেনে বালি খনন করা হচ্ছে বলে জানান তিনি । তিনি আরও বলেন এই কাজটি করার জন্য ইস্টার্ন রেলের পক্ষ থেকে স্থানীয় থানাকে লিখিতভাবে অবগত করা হয়েছে । তাই অবৈধ ভাবে বালি খননের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানান তিনি ।

