PANDESWAR-ANDAL

কাজী নজরুল ইসলাম বিমানবন্দর কর্তৃপক্ষকে অ্যাম্বুলেন্স দিলেন সাংসদ

বেঙ্গল মিরর, সার্থক কুমার দে, অন্ডাল : অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দর কর্তৃপক্ষকে অ্যাম্বুলেন্স উপহার দিলেন আসানসোলের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা । বৃহস্পতিবার অ্যাম্বুলেন্সের চাবি বিমানবন্দর কর্তৃপক্ষের হাতে তুলে দেন সাংসদ । উপস্থিত ছিলেন জেলাশাসক এস,পন্নাবলম সহ প্রশাসনিক কর্তা ব্যক্তি ও বিমানবন্দর আধিকারিকরা ।

২১ লক্ষ টাকার অত্যাধুনিক অ্যাম্বুলেন্সটি সাংসদ তহবিল থেকে উপহার দেওয়া হয় । শত্রুঘ্ন সিনহা বলেন অন্ডাল বিমানবন্দর দিয়ে প্রতিদিন প্রচুর মানুষ আসা যাওয়া করেন । তাদের প্রয়োজনের কথা ভেবেই অ্যাম্বুলেন্সটি দেওয়া হল বলে জানান তিনি ।

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *