আসানসোল গার্লস কলেজের ৭৫ বছর পূর্তি, দুদিনের অনুষ্ঠানের সূচনায় মন্ত্রী মলয় ঘটক
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দ্যোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ আসানসোল গার্লস কলেজের ৭৫ বছর পূর্ণ হলো। দুদিনের অনুষ্ঠানের মাধ্যমে এই ৭৫ বছর (প্ল্যাটিনাম জয়ন্তী) উদযাপন করা হচ্ছে। শনিবার সকালে এক অনুষ্ঠানে রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এই অনুষ্ঠানে তিনি কলেজের প্রাক্তন শিক্ষক-ইন-চার্জ প্রয়াত ডঃ অঞ্জলি রায়ের মূর্তি উন্মোচন করেন।













অনুষ্ঠানে অন্যদের মধ্যে কলেজের টিচার-ইন-চার্জ ডঃ মনিকা সাহা, আসানসোলের মহকুমাশাসক (সদর) (এসডিও) বিশ্বজিৎ ভট্টাচার্য, খান্দ্রা কলেজের অধ্যক্ষ জ্যোতি প্রকাশ মণ্ডল, কুলটি কলেজের অধ্যক্ষ অরবিন্দ মিশ্র, কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডাঃ প্রফুল্ল কুমার দে সরকার, আসানসোল পুরনিগমের মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায় , আসানসোল জেলা হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডাঃ নিখিল চন্দ্র দাস, আসানসোল ইএসআই হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডাঃ অতনু ভদ্র, কুমুদ রঞ্জন ভট্টাচার্য, লক্ষীকান্ত নিয়োগী, ভাস্কর সুশান্ত রায়, কাউন্সিলর মৌসুমী বসু ও অর্জুন মাজি , অভিনব মুখোপাধ্যায় সহ উপস্থিত ছিলেন।
ডঃ মনিকা সাহা বলেন, একটা কলেজের ৭৫ বছর পূর্ণ করা সেই কলেজের জন্য গর্বের বিষয়। যা আসানসোল গার্লস কলেজের হলো। কলেজের একমাত্র লক্ষ্য হলো শিক্ষার মধ্যে দিয়ে নারীর ক্ষমতায়ন। বর্তমানে এই কলেজে ৩ হাজার ছাত্রী পড়াশোনা করে। ২০টি বিষয়ে অনার্স কোর্স পড়ানো হয় এই কলেজে। তিনি আরো বলেন, দুদিনের অনুষ্ঠানের মধ্যে দিয়ে কলেজের ৭৫ বছর পূর্তি উদযাপন করা হচ্ছে। তিনি এই অনুষ্ঠানে সাহায্য করার জন্য প্রাক্তন ও বর্তমান শিক্ষক, কলেজ কতৃপক্ষ, পড়ুয়াদের পাশাপাশি এবং গভর্নিং বডির চেয়ারম্যান মলয় ঘটককে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে মন্ত্রী মলয় ঘটক বলেন, জেলার সকল কলেজের মধ্যে আসানসোল গার্লস কলেজের একটি স্বতন্ত্র পরিচয় রয়েছে। এখানে অনেক উচ্চমানের শিক্ষা প্রদান করা হয়। বর্তমানে অনেক প্রাক্তনী এই কলেজ থেকে পড়াশোনা করে সফলতা পেয়েছেন। কলেজটি একটা সময় মণিমালা স্কুল নামে পথ চলা শুরু করেছিলো। পরে মণিমালা গার্লস কলেজ নাম হয়। এখন তা আসানসোল গার্লস কলেজ নামে পরিচিতি পেয়েছে। ডঃ অঞ্জলি রায়ের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, তার জন্য গত আজ আসানসোল গার্লস কলেজ এই জায়গায়। ৭৫ বছর ধরে আসানসোল গার্লস কলেজ মেয়েদের ক্ষমতায়নের পাঠ দিয়ে চলেছে।

