আসানসোলের রেলপার এলাকা নিয়ে একাধিক দাবি, জিতেন্দ্র তেওয়ারির নেতৃত্বে থানায় বিক্ষোভ
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দ্যোপাধ্যায়ঃ* বিজেপি নেতা আসানসোল পুরনিগমের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারির নেতৃত্বে শনিবার আসানসোল উত্তর থানায় একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। তার আগে রেলপার এলাকায় একটি বিক্ষোভ বিক্ষোভ মিছিলে অংশ নেন বিজেপির নেতা ও কর্মীরা। অন্যদের মধ্যে ছিলেন বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার সভাপতি দেবতনু ভট্টাচার্য ও আসানসোল পুরনিগমের বিজেপি কাউন্সিলর গৌরব গুপ্তা।এই প্রসঙ্গে জিতেন্দ্র তিওয়ারি বলেন, রেলপার এলাকায় আর্থিক দুর্নীতির একটি ঘটনা সম্প্রতি সামনে এসেছে।









এই ঘটনায় অন্যতম অভিযুক্তকে আসানসোল উত্তর থানা পুলিশ গ্রেপ্তার করে রিমান্ডে নিয়েছিলো। কিন্তু তাকে এখন এক থানা থেকে অন্য থানায় ঘুরিয়ে ঘুরিয়ে রিমান্ডে নেওয়া হচ্ছে। তা নিয়ে আমাদের কোন কথা বলার নেই বা আপত্তি নেই। কিন্তু আসল কথা হলো ঐ অভিযুক্ত প্রচুর মানুষের কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। পুলিশ এখনও তাদের টাকা উদ্ধার করতে পারেনি। আমাদের দাবি, অবিলম্বে পুলিশকে টাকা উদ্ধার করতে হবে।




তিনি আসানসোল রেল স্টেশন থেকে রেলপার এলাকায় আসা সময় ট্রাফিক জ্যাম নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন। । তিনি বলেন, আসানসোল রেলপার এলাকায় মাদক ছেড়ে গেছে। এখানে দুধের চেয়ে মাদক বেশি পাওয়া যায়। মাদক কারবারিরা এই রেলপার এলাকার তরুণদের টার্গেট করছে। এই রেলপার এলাকায় প্রকাশ্যে মদ বিক্রি করা হচ্ছে। কিন্তু কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তিনি পুলিশকে ৭২ ঘন্টা সময় দিয়েছেন ও সতর্ক করেছেন। এদিন সব দাবি সহকারে একটা স্মারক লিপি পুলিশকে দেওয়া হয়েছে। প্রাক্তন মেয়রের হুমকি, ৭২ ঘন্টার মধ্যে আমাদের দাবির নিয়ে কোনও ব্যবস্থা না নিলে বিজেপি আসানসোল উত্তর থানার সামনে লাগাতার বিক্ষোভ করবে।

