আসানসোলে ১৬ ডিসেম্বর শুরু পশ্চিম বর্ধমান জেলা বইমেলা, মন্ত্রীর উপস্থিতিতে বৈঠক
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলের পোলো গ্রাউন্ড লাগোয়া আসানসোল টিভি সেন্টারের পেছনে এনসিসি ময়দানে আগামী ১৬ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে নবম পশ্চিম বর্ধমান জেলা বইমেলা। শনিবার আসানসোল সার্কিট হাউসে রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটকের উপস্থিতিতে সরকারের গ্রন্থাগার দপ্তরের ব্যবস্থাপনায় হওয়া সরকারি বইমেলার আয়োজন নিয়ে একটি বৈঠক হয়।














সেই বৈঠকে অন্যদের মধ্যে ছিলেন আসানসোলের মহকুমাশাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য, আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক ও মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায়।জানা গেছে, সাতদিনের এই বইমেলা আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত চলবে। এই বইমেলায় কতগুলি স্টল থাকবে, কি কি অনুষ্ঠান হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা এদিনের বৈঠকে হয়েছে।

